• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

থার্টি ফার্স্ট নাইটে কী করবেন মাহি? সেরেছেন পরিকল্পনাও

প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ৮:৩২

থার্টি ফার্স্ট নাইটে কী করবেন মাহি? সেরেছেন পরিকল্পনাও

অনলাইন ডেস্ক: বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ২০২৩ সাল। অনেকেই হিসেব মিলিয়ে নিচ্ছেন প্রাপ্তি ও অপ্রাপ্তির। সেইসঙ্গে মাথায় রেখেছেন ৩১ ডিসেম্বর। ‘থার্টি ফার্স্ট নাইট কোথায় উদযাপন করবেন’—সেরেছেন সে পরিকল্পনা। এই তালিকায় আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। ওই সময়টা দেশের বাইরে কাটানোর ইচ্ছা তার।

আরও পড়ুনঃ  উর্বশীকে আচমকা ধাক্কা ওরির, ক্ষমা না চেয়ে পাল্টা বিদ্রুপ

এ প্রসঙ্গে মাহি বলেন, থার্টি ফার্স্টটা দেশের বাইরে কাটানোর প্ল্যান আছে। ফ্যামিলির সঙ্গে কাটাতে চাই। সম্ভবত ব্যাংকক থাকব ওই সময়।

এদিকে চলতি বছর নিয়ে খুব একটা সন্তুষ্ট নন মাহি। রয়েছে অতৃপ্তির আনাগোনা। এরকম উল্লেখ করে বলেন, গত বছর আমার কাজের ভালো একটা ফিডব্যাক ছিল। নিজেও বেশ তৃপ্ত ছিলাম।

আরও পড়ুনঃ  বিয়ে করেছি ভালোবেসে, ধর্মের প্রসঙ্গ কখনোই ওঠেনি : সোনাক্ষী

কিন্তু তুলনামূলকভাবে এ বছর মনে হয় না বলার মতো কাজ করা হয়েছে। যদিও এবারও আমার কাজগুলোতে ভিউয়ের (ইউটিউবে দর্শক সংখ্যা) কমতি নেই। কিন্তু তৃপ্তির একটা বিষয় আছে।

যেমন গত বছর ‘হাঙর’ নাটক নিয়ে অনেক আলোচনা হয়েছে। অনেক প্রশংসা পেয়েছি। এ বছর তেমনটা হয়নি। ওই জায়গা থেকে একটা অপ্রাপ্তি, অতৃপ্তি আছে।

আরও পড়ুনঃ  আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

সেই অপ্রাপ্তি পুষিয়ে নিতে চান আসছে বছরের কাজ দিয়ে। এরইমধ্যে শুরু করেছেন তোড়জোড়। মাহি জানালেন, নতুন ওয়েব সিরিজ আসছে। জানুয়ারির মাঝামাঝিতে কাজ শুরু হওয়ার কথা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675