স্টাফ রিপোর্টার: ইন্টারনেট ও ডিস লাইনের অতিরিক্ত তারের জঞ্জাল অপসারণে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার নগর ভবন থেকে রাজশাহী সরকারী মহিলা কলেজ হয়ে মালোপাড়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ঝুলন্ত ডিসের ও ইন্টারনেটের তার অপসারণ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে তারের জঞ্জাল দ্রুত সময়ে অপসারণে বিজ্ঞপ্তি দিয়েছিল রাসিক।
সেই বিজ্ঞপ্তিতে যত্রতত্র তারের জঞ্জাল সরিয়ে নিতে বিভিন্ন ইন্টারনেট ও ডিস লাইনের সেবাদানকারী প্রতিষ্ঠানকে অনুরোধ জানানো হয়।
পাশাপাশি আধুনিক ওয়ারলেস ইন্টারনেট সার্ভিস ব্যবস্থার মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান জানানো হয়। এটি না করলে তারের জঞ্জাল অপসারণের কথা বলা হয়।
সে অনুযায়ী মঙ্গলবার থেকে নগরীতে এই অভিযান শুরু করেছে রাসিকের ভ্রাম্যমাণ আদালত।