• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • newsgonodhoniprotidin@gmail.com
  • +88-01727-202675

বাঘায় মহান বিজয় দিবস উদযাপন

মোহাঃ আসলাম আলী ,স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন-সহ নানা কর্মসূচীর মধ্যো দিয়ে এ দিবসটি পালিত হয়। আজ শনিবার (১৬ ডিসেম্বর,২৩ইং) সকালে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করে সকাল ৬ টা ৫ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে বীরশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন-সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংবাদিক সংগঠন-সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে সকাল সাড়ে ৮ টায় আনুষ্ঠানিক ভাবে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,শিক্ষক মোঃ বাবুল ইসলাম,বাঘা পৌর মেয়র আক্কাস আলী,আড়ানী পৌর মেয়র মুক্তার আলী,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ জুয়েল আহাম্মেদ,উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান,
বাঘা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও আ’লীগ নেতা মোঃ নাসিম উদ্দিন,আ’লীগ নেতা সিরাজুল ইসলাম মুন্টু,বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম,উপজেলা সংরক্ষিত নারী ভাইচ চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা,মনিগ্রাম ইউ’পি চেয়ারম্যান,গড়গরী ইউ’পি চেয়ারম্যান রবিউল ইসলাম,চকরাজাপুর ইউ’পি চেয়ারম্যান ডি এম বাবুল মনোয়ার। এর আগে শহীদদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করাসহ দোয়া পরিচালনা করা হয়। অত:পর শুরু হয় বাংলাদেশ পুলিশ,আনসার ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে। প্রসঙ্গত পাকিস্থানী শাসকদের শোষণ,নিপীড়ন আর দুঃশাসনের অবমান ঘটিয়ে ১৯৭১ সালের এই দিনে বিজয়ের প্রভাতী সূর্যের আলোয় ঝিকমিক করে উঠেছিল বাংলাদেশের শিশির ভেজা মাটি। অবসান হয়েছিল পাকিস্থানী শাসক গোষ্ঠীর শোষণ,বঞ্চনা আর নির্যাতনের অধ্যায়। এজন্য জাতি প্রতি বছর এদিবসটিকে শ্রদ্ধাভরে স্বরণ করে আসছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো তরিকুল ইসলাম বলেন,লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ।
মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী লাখো শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। এছাড়া শ্রদ্ধা জ্ঞাপন করি বঙ্গবন্ধুর পরিবার এবং জাতীয় চার নেতা সহ শহীদ বুদ্ধিজীবিদের প্রতি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *


সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675