• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নগরীতে চোরাই গরু উদ্ধার : গ্রেফতার ২

প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ১০:৪১

নগরীতে চোরাই গরু উদ্ধার : গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া এলাকা হতে আরএমপি ডিবি পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে চোরাই দুইটি গরুসহ দুই চোরকে গ্রেফতার করেছে কাটাখালী থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো: মনিরুল (৩২) ও খাদেমুল ইসলাম পালা (৪২)। মনিরুল রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশমারীর মো: মাসুদ রানার ছেলে ও খাদেমুল ইসলাম পালা একই এলাকার মৃত মুক্তারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ রাত ১০ টায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানার হরিয়ান মৃধপাড়ার মো: মিনজারুল ইসলাম একটি ষাঁড় ও একটি বকনা গরুকে খাবার খাইয়ে তার গোয়াল ঘরে বেঁধে রাখে। পরে দিন ১৫ ডিসেম্বর ভোর সাড়ে ৫ টায় ঘুম থেকে উঠে দেখে যে, তাঁর বাড়ির মেইন গেট ভাঙ্গা এবং গোয়াল ঘরে ষাঁড় ও বকানা গরু দুইটি নাই। পরবর্তীতে তিনিসহ তাঁর পরিবারের লোকজন আশেপাশের বিভিন্ন জায়গায় গরু দুইটি খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি করে না পেয়ে কাটাখালী থানায় এজাহার দায়ের করলে একটি চুরির মামলা রুজু হয়।

আরও পড়ুনঃ  টিসিবির কার্ড নিয়ে পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : মহাসড়ক অবরোধ

মামলা রুজু পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: একরামুল হক, পিপিএম-এর দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমান, এসআই সুমন কুমার সাহা ও তাঁর টিম চোরাই গরু উদ্ধারসহ আসামি গ্রেফতারে অভিযান শুরু করেন।

আরও পড়ুনঃ  দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

পরবর্তীতে কাটাখালী থানা পুলিশের ঐ টিম আরএমপি ডিবি পুলিশের সহায়তায় আজ ১৬ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ (১৫ ডিসেম্বর দিবাগত) রাত ২ টায় নগরীর মতিহার থানার ডাঁশমারী সাতবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মনিরুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  নগরীতে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

গ্রেফতারকৃত আসামি মনিরুল ইসলামের দেওয়া তথ্যমতে অপর আসামি খাদেমুল ইসলাম পালাকে তার বাড়ি থেকে চোরাই দুইটি গরুসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য আইনসহ অন্যান্য আইনে ৮ টি মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম প্রকাশ করে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনের যাবজ্জীবন
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৬:১৬
রমজান শুরু কবে, কোন অঞ্চলে কখন দেখা যাবে চাঁদ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৬:১৬
নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৬:১৬
‘জন্মদিনে মা পছন্দের খাবার রান্না করতেন’
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৬:১৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675