• ঢাকা, বাংলাদেশ
  • ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পুলিশ কোপানো মামলার আসামি পিস্তলসহ গ্রেপ্তার 

প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ৯:৫৩

পুলিশ কোপানো মামলার আসামি পিস্তলসহ গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলায় দুই পুলিশ সদস্যকে কোপানোর মামলার এক আসামিকে পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম আরিফ ইসলাম (৩২)। চারঘাটের ইউসূফপুর কান্দিপাড়া গ্রামে তার বাড়ি। রোববার দিবাগত মধ্যরাতে রাজশাহীর কাটাখালী থানার চককাপাশিয়া এলাকায় আরিফের দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়। র‌্যাব জানিয়েছে, আরিফের বিছানার ভেতর থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। চারঘাটের ওই ঘটনার পর থেকে আরিফ আত্মগোপনে ছিলেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দেখা করতে আসার খবর পেয়ে র‌্যাব সদস্যরা এই বাড়িতে অভিযান চালান।

আরও পড়ুনঃ  অনির্বাচিত সরকার এ দেশে মাথা গোঁজার চেষ্টা করছে : রিপন

আরিফকে গ্রেপ্তারের পর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব বাদী তার বিরুদ্ধে কাটাখালী থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। তাকে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

আরও পড়ুনঃ  পরিবেশ, কৃষি জমি রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন

এর আগে ২৯ নভেম্বর রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চারঘাটের ইউসুফপুর গ্রামের মোসকেন আলীর বাড়িতে অভিযানে যান। এ সময় ১৭০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তখন আরিফসহ কয়েকজন এসে পুলিশের ওপর হামলা করে। দুই পুলিশ সদস্যকে কুপিয়ে তারা হাতকড়া লাগানো দুই আসামি ছিনতাই করে নিয়ে যায়। এ নিয়ে সেদিন পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675