স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পালপুর উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শামসুজ্জোহা (৭১) দুইদিন থেকে নিখোঁজ রয়েছেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরেও কোন সন্ধান মেলেনি। এ অবস্থায় তার পরিবার সহ আত্নীয়-স্বজন উদ্বিগ্ন।
জানা গেছে, শামসুজ্জোহার বাড়ি দেওপাড়া ইউনিয়নের ধরমপুর গ্রামে। বার্ধক্য জনিত নানা জটিলতার কারণে দূরে কোথাও যেতে পারেন না। বাড়ির আশপাশে একা চলাচল করতে পারেন। গত রোববার রাতে নিজ বাড়ি থেকে তিনি বেরিয়ে যান। এরপর আর ফেরেন নি। এপর্যন্ত তার কোন খোঁজখবর পাওয়া যায়নি। এ অবস্থায় তার ভাতিজা আব্দুল মামুন সোমবার গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করেছেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল মতিন জানান,জিডির পর শামসুজ্জোহা নিখোঁজের বিষয়ে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। তবে এখনো সন্ধান মেলেনি।কেউ খোঁজ পেলে পরিবারের পক্ষ থেকে নিকটস্থ থানা অথবা ০১৭২২৬১৯৪০৩ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।