• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

জয়ের লক্ষ্যে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ৬:৩১

জয়ের লক্ষ্যে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশ নারী দলের সামনে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিগার সুলতানা জ্যোতিরা ১১৯ রানের বড় জয় পেয়েছিলেন। ফলে আজ (বুধবার) দ্বিতীয় ম্যাচে জিতলেই টাইগ্রেস মেয়েদের সিরিজ নিশ্চিত। এ লক্ষ্যে পচেফস্ট্রুমে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন কতটুকু সত্যি?

এর আগে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। সব মিলিয়ে স্বপ্নের মতো দক্ষিণ আফ্রিকা সফর কাটাচ্ছে টিম টাইগ্রেস। টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছিল জ্যোতির দল।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-১ সমতায় সিরিজ শেষ করে। এরপর ওয়ানডেতেও শুরুটা হয়েছে দাপুটে জয়ে।

আরও পড়ুনঃ  মেসিকে যে কৌশল শিখিয়েছেন নেইমার

বাংলাদেশ থেকে ম্যাচটি কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না। তবে বাংলালিংকের ডিজিটাল প্ল্যাটফর্ম টফি অ্যাপস ও ওয়েবসাইট থেকে ফ্রিতেই উপভোগ করার সুযোগ থাকছে ম্যাচটি।

বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন,রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শামিমা সুলতানা, ফারজানা হক পিংকি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন ও মারুফা আক্তার।

আরও পড়ুনঃ  ইয়ুথ লিগে চ্যাম্পিয়ন তামিমের সাউথ জোন

দক্ষিণ আফ্রিকা একাদশ : তাজমিন ব্রিটস, লরা উলভার্ট (অধিনায়ক), অ্যানিকে বখ, সুনে লুস, ম্যারিজেন ক্যাপ, নাদিনে দে ক্লার্ক, এলিজ-ম্যারি মার্ক্স, নঙ্কুলুলেকো ম্লাবা, সিনালো জাফটা (উইকেটরক্ষক), আয়াবোঙ্গা খাকা ও মাসাবাতা ক্লাস।

সর্বশেষ সংবাদ

ইইউ’র কমিশনার লাহবিব ঢাকায়
শনিবার, মার্চ ১, ২০২৫ ২:৩০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675