• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভেঙে দেওয়ার ভয়ে মাইক ভাড়া দিচ্ছে না, সিইসিকে বললেন মাহি 

প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ৯:১৮

ভেঙে দেওয়ার ভয়ে মাইক ভাড়া দিচ্ছে না, সিইসিকে বললেন মাহি 

স্টাফ রিপোর্টার: প্রচারণার জন্য মাইক ভাড়া করেছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু ভেঙে দেওয়ার ভয়ে পরে আর সেই মাইক দেওয়া হয়নি। নির্বাচনী এলাকায় ভোটার ও সাধারণ মানুষের এমন আতঙ্কের কথা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে জানিয়েছেন মাহিয়া মাহি।

বুধবার সকালে রাজশাহী সার্কিট হাউসে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি। সভা শেষে মাহিয়া মাহি বলেন, ‘ভোটের মাঠে আমি কোন থ্রেট পাইনি। আপনাদের (সাংবাদিকদের) জন্য থ্রেট দিবে না আশা করি। কর্মীরাও থ্রেট পায়নি, সেটাও আপনাদের জন্য।

কিন্তু যে মাইক ভাড়া দিবে, সে রিজার্ভ করা মাইক নিয়ে আর বের হলো না। তার ভয়, মাইকটা ভেঙে ফেলবে বা তাকে মাইর দিবে। এ রকম বিষয় হচ্ছে। এগুলো বলেছি সিইসিকে।’

তবে এটা ভোটেরই অংশ বলে মনে করেন আলোচিত এ অভিনেত্রী। বলেন, ‘আমি অন্যভাবে কৌশলে ওই এলাকায় প্রচারণা করব। কিছুই যদি না থাকে, তাহলে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো ব্যাপার। আপনারা সাংবাদিকরা আছেন।

আপনাদের কলম, আপনাদের লেখনি- সেটাই হচ্ছে আমার একটা পাওয়ার। আমাকে ভোটের মাঠে কোনরকম ডিস্টার্ব করলে সেটা যে আপনারা প্রতিহত করার চেষ্টা করবেন এবং ঢালাউভাবে প্রচার করবেন এটার জন্য হয়তোবা ভয়ে আমাকে কেউ ডিস্টার্ব করবে না এবং আমার পেশিশক্তির সেরকম দরকার হবে না।’

মাহি বলেন, ‘সভায় আমি বলেছি, আমার এলাকাটা তো মানুষ এমনিতেই ভয় পায়। কারণ, সহজ-সরল মানুষকে কিছু বললেই তারা অনেক ভয় পেয়ে যায়। আমি শুধু বলেছি, কোনরকম সহিংসতা-আতঙ্ক যেন বিরাজ না করে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মারামারি হবে না, কেউ যদি বলে এই ওইদিন যেও না, কেউ যদি গুজব রটায়, সেটা যাতে না হয় তার জন্য লক্ষ্য রাখতে বলেছি। আপনারা থাকবেন সেদিন, সারা বিশ^ তো দেখবে কত পার্সেন্ট ভোট আসলে কাস্ট হলো। সেটার জন্য বলেছি।’

তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার স্যার বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হবে এবং সুষ্ঠু কীভাবে হবে এগুলো নিয়ে তিনি একটা ব্রিফিং দিয়েছেন।

তিনি জানিয়েছেন, কোনবারই এ রকম আইন ছিল না যে ভোটারদের ভয়ভীতি দেখালে সেটা দণ্ডনীয় অপরাধ। এ রকম কিছু ছিল না। এবার আইনটা সংশোধিত হয়েছে।

কেউ যদি ভোটার পরিচয়ে ফোন করে পুলিশকে যে “আমি ভোটার, আমাকে ভয় দেখানো হয়েছে, ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছে।” সে রকম যদি হয়, সাথে সাথে এটার একটা অ্যাকশন নেওয়া হবে। আমাদের নিশ্চিত করেছেন, ভোট এবার সুষ্ঠু হবে।’

‘কোন প্রার্থী যদি কোনরকম ঝামেলা করেন, অথবা দেখা গেছে ভোট নিয়ে কারচুপি করার চেষ্টা পর্যন্ত করেছেন, দেখা যাচ্ছে তিনি জিতে যাবেন এমন অবস্থাতেও তার প্রার্থিতা বাতিল হতে পারে।

তারা আশ^স্ত করেছেন, অনেকের ঘরে ঢুকে গিয়ে হুমকি দেয় যে ভোটকেন্দ্রে গেলে খবর আছে। এ রকম জিনিস তো আসলে ক্যামেরায় ধারণ করা যায় না, কথাটা রেকর্ডও করা যায় না।

কিন্তু সেই ভোটার যদি পুলিশকে ফোন করে, তাহলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। যত বড়ই ক্ষমতাশীল লোক হন না কেন, যত বড়ই দল হোক না কেন কাউকেই তারা ছাড় দেবেন না এবং নির্বাচন সুষ্ঠু হবে।

আরও পড়ুনঃ  ভোলাহাটে "অদম্য নারী পুরস্কার ২০২৪" ঘোষিত হলো ৫ সফল নারী!

তবে ভোটারদের ভোটকেন্দ্রে আনার দায়িত্ব আমাদের। কার কত জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা দিয়ে যেন আমরা তাদের ভোটকেন্দ্রে আনি।’-বলেন মাহি।

নির্বাচন কমিশনের কথায় আস্থা পাচ্ছেন জানিয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘আমি এক হাজার পার্সেন্ট মিল পাচ্ছি। কথার সাথে মাঠপর্যায়ে মিল আছে।

কিন্তু আমি যেটা বলতে চাই, নির্বাচনের আগের দিনটা কোন প্রার্থী যাতে এ রকম কোন পরিবেশ সৃষ্টি করতে না পারে। সেটার জন্য অনুরোধ করেছি। এই আসনটা যেন বিশেষভাবে তারা নজর রাখেন, যেন কোনরকম আতঙ্ক বিরাজ না করে। ভোটাররা যেন ভোটকেন্দ্রে গিয়ে সুন্দরভাবে ভোটটা দিতে পারে।’

ট্রাকের প্রচারণা প্রসঙ্গে মাহি বলেন, ‘আমার এখন প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়া দরকার। তাদেরকে বলা উচিত, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন।

নারীদের বলছি আপনারা প্লিজ শাড়ি-টাড়ি পড়ে সেজগুজে চলে আসবেন। ওইদিন একটা উৎসবের দিন। ভোট তো একটা অধিকার, সেটা কিন্তু আনন্দেরও দিন।

আপনারা ওই উৎসবে অংশগ্রহণ করবেন। আমি ছোট একটা ট্রাক নিয়ে ঘুরছি। ওতো সুন্দর ট্রাক পাইনি। এখানে যেটা পেয়েছি, সেটা নিয়ে সবার কাছে যাচ্ছি। অনেক পিচ্চিরা আবার বলছে, এই ট্রাকটা আমাদের দিয়ে যান।

সেটা আবার দিয়ে আসতে হচ্ছে। আমার প্রতিপক্ষ যারা আছে, ফেসবুকে দেখি- তারা ট্রাক নিয়ে আমাকে অনেক পচাচ্ছে যে ট্রাকের চাকা পাংচার হয়ে যাবে তখন বুঝবে। তো এইরকম করে আসলে ভালই লাগছে। ট্রাকটা যে আমার প্রতীক, তারাই মানুষকে আরও পৌঁছে দিচ্ছে।’

আরও পড়ুনঃ  স্ত্রীসহ নিক্সন চৌধুরী ও খাইরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নির্বাচিত হলে সব শ্রেণির মানুষকে সম্মান দিতে চান মাহি। সে কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার এলাকার ভোটাররা খুবই সাধারণ। তারা আসলে চায়, গায়ে হাত দিয়ে কেউ কথা বলুক।

সেটুকুর জন্য আসলে তারা পরিবর্তন চায়। এই ভালবাসাটুকু তারা চায়। তারা বিগত দিনে এই ভালবাসাটুকু পায়নি। যারা শিক্ষকেরা আছেন, এই শিক্ষকগোষ্ঠী আসলে চায় পরিবর্তন। তারা সম্মান চায়।

শিক্ষকদেরকে আমরা “স্যার” বলে ডাকব। আমরা যদি তাদেরকে তুই-তুকারি করি, তাদেরকে কান ধরে ওঠবস করাই তাহলে তো সমস্যা। আরেকটা হচ্ছে যে, নারীরা সম্মান চায়। আসলে তানোর-গোদাগাড়ীবাসী সম্মানিত থাকতে চায়।

তারা নিজের খাবে, নিজের পরবে, আত্মসম্মান নিয়ে বাঁচবে। কাউকে ভয় পাবে না তারা। এবং তারা চায়, মাসে একবার হলেও তাদের জনপ্রতিনিধি তাদের কাছে আসুক। সমস্যাগুলো শুনুক।”

অভিনয় না রাজনীতি- নির্বাচিত হলে কোনটা থাকবে সাংবাদিকদের এমন প্রশ্নে মাহি বললেন, ‘অভিনয়টা আমার গ্রোথ। এই অভিনয়ের কারণে আপনারা আমার ইন্টারভিউ নিচ্ছেন।

এখানে কিন্তু অনেক প্রার্থী ছিলেন, আপনারা সবার ইন্টারভিউ তেমনভাবে নেননি, আমার সাথে কথা বলছেন। সেই পরিচিতির জায়গাটা আমাকে যে ইন্ডাস্ট্রি দিয়েছে তারা ছাড়া আমার কোন অস্তিত্ব নেই।

তাদেরকে বাদ দিয়ে অন্যকিছু আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু অভিনয়টা অভিনয়ের জায়গায় থাকবে, আমি মানুষের সেবা করব। রাজনীতির মূলনীতি মানুষের সেবা করা।

মানুষের সেবাটা করব, আর অভিনয়টা চালিয়ে যাব। আমি তো ইনকাম করব আমার অভিনয় থেকে। রাজনীতি থেকে যে ইনকাম হবে সেগুলো জনগণের মাঝে বিলিয়ে দেব।’

সর্বশেষ সংবাদ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনের যাবজ্জীবন
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৭:১৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675