• ঢাকা, বাংলাদেশ
  • ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আমি কারো স্যার হতে চাই না, আবুল কালাম আজাদ

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ১০:৩০

আমি কারো স্যার হতে চাই না, আবুল কালাম আজাদ

হেলাল উদ্দীন, বাগমারা: আমি আপনাদের ভাই, কারো ভাতিজা, কারো সন্তান তুল্য, কারো আত্মীয়। আমি এই বন্ধনটুকুই আঁকড়ে ধরে থাকতে চাই। আমি এমপি নির্বাচিত হলে কেউ আমাকে স্যার বলবেন না। এতে দুরত্ব বেড়ে যাবে।

আমি কারো স্যার হতে চাইনা। রাজশাহীর-৪ বাগমারা আসনে নৌকা প্রতীকের প্রচারনাকালে সাধারন ভোটারদের উদ্দেশ্যে প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  রাসিকের রাজস্ব বিভাগের কার্যক্রম পর্যালোচনার সভা

বৃহস্পতিবার (২১ডিসেম্বর) সকাল থেকেই তিনি সোনাডাঙ্গা ইউনিয়নের ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারনা চালাচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ দলীয় নেতৃবৃন্দ কে সঙ্গে নিয়ে ওই ইউনিয়নের ভরট্র লিখড়াপাড়া থেকে গণসংযোগ আরম্ভ করেন।

আরও পড়ুনঃ  পবায় টেন্ডার বাক্স লুটের ঘটনায় আরো এক আসামি গ্রেপ্তার

এরপর ফুলপুর, হিন্দুপাড়া, শেরকোল, শিমলাসহ সোনাডাঙ্গা ইউনিয়নের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।

এদিকে ওই দিন বিকেলে দ্বীপপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে, বাজারে, রাস্তার মোড়ে মোড়ে ভোটারদের কাছে প্রচারনা করেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রচারনাকালে সাবেক উপজেলা চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাড, জাকিরুল ইসলাম সান্টু, জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, তাহেরপুর পৌর আ’লীগ সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র শায়লা পারভীনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675