• ঢাকা, বাংলাদেশ
  • ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ 

প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ৯:১৩

রাজশাহীতে ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ 

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ১৮ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে নগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট এলাকায় অভিযান চালিয়ে মোঃ শামীম (২৬) ও মোঃ আরিফ (২৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ১টি ব্যাটারী চালিত ইজিবাইক ও ১ টি মোটর সাইকেল যোগে আমচত্ত্বর হতে লিলিহল মোড়ের দিকে আসছেসংবাদ পেয়ে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট মোড় হতে অনুমান ১০০ গজ পশ্চিমে রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজের সামনে পাঁকা রাস্তার উপর র‌্যাবের টিম চেকপোষ্ট পরিচালনা করে।

আরও পড়ুনঃ  বাঘায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

চেকপোষ্ট পরিচালনাকালে উক্ত ঘটনাস্থলে ০১টি ব্যাটারী চালিত ইজিবাইক এবং ০১ টি মোটরসাইকেল আসলে থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন মাদক ব্যবসায়ী (উক্ত ইজিবাইক চালক ও মোটর সাইকেল চালক) কৌশলে দ্রুত পালানোর চেষ্টাকালে র‌্যাবের টিম দুজনকে ঘটনাস্থলেই আটক করে। এ নিয়ে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675