• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে, টাকা দিলেই হাসপাতালে আরাম-আয়েশ

প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ৪:৪৬

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে, টাকা দিলেই হাসপাতালে আরাম-আয়েশ

স্টাফ রিপোর্টার: অসুস্থ নন, কিন্তু থাকেন হাসপাতালে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এমন অনেক বন্দী থাকেন। টাকার বিনিময়ে ‘অসুস্থ হয়ে’ তারা থাকেন কারা হাসপাতালে। সেখানে আরাম-আয়েশে দিন কাটান। খাওয়া-দাওয়াও মেলে উন্নতমানের।
অবৈধভাবে সুস্থ মানুষকে হাসপাতালের সুযোগ দিয়ে প্রতিমাসে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন কারাগারের কতিপয় অসাধু কর্মকর্তা। কারা কর্তৃপক্ষ বলছে, সুনির্দিষ্টভাবে এ অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা থাকে। হাসপাতালে থাকার ব্যবস্থা শুধুমাত্র অসুস্থ বন্দীদের জন্য। কারাগারের বিভিন্ন সেলের চেয়ে হাসপাতালে থাকলে বেশকিছু সুযোগ-সুবিধা পেয়ে থাকেন বন্দীরা। আর এই সুযোগটি পেতে অনেক বন্দী হাসপাতালে থাকার চেষ্টা করেন। তিনি অসুস্থ হন বা না হোক। বিশেষ করে হাজতিরা হাসপাতালে থাকার চেষ্টা করেন বেশি।
তাদের এই সুবিধাটা পাইয়ে দেওয়ার জন্য কারাগারের ভেতর তৈরি হয়েছে সিন্ডিকেট। অনুসন্ধানে জানা গেছে, এই সিন্ডিকেটের সাথে জড়িত হাসপাতালের ফার্মাসিস্ট ও কয়েকজন কারারক্ষী। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ফার্মাসিস্ট ফারুক হাজতিদের হাসপাতালের সুবিধা পাইয়ে দিতে কারারক্ষী আসিফ ইকবালসহ বেশ কয়েকজন কারারক্ষী দিয়ে তৈরী করেছেন সিন্ডিকেট। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, “জেলখানার হাসপাতালে রাখার জন্য আসিফ ইকবালকে ৮ হাজার টাকা দিয়েছিলাম, আসিফ ইকবাল আমার আত্মীয়কে একসপ্তাহ হাসপাতালে থাকার ব্যবস্থা করে দেন।”
অনেক সময় টাকা নিয়েও হাসপাতালে জায়গা করে দেয় না। আবার টাকা ফেরত চাইলে নানা রকম তালবাহানা করে। ভুক্তভোগীরা ভয়ে কিছু বলার সাহস করে না। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে এমন তথ্য।
ঘটনার সত্যতা স্বীকার করে কারারক্ষী আসিফ ইকবাল এই প্রতিবেদককে জানান, “আমরা বন্দীদের স্বজনদের নিকট থেকে টাকা নিয়ে ফার্মাসিস্ট ফারুককে দিই। ফার্মাসিস্ট ফারুক আমাদেরকে কিছু টাকা কমিশন দেয়।”

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদকবিরোধী সমাবেশ শেষে হামলা, গুরুতর আহত ১

টাকার বিনিময়ে রাজশাহী কারা হাসপাতালে থাকার বিষয় নিয়ে জানতে চাইলে কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল এসব অনিয়মের বিষয়ে অবগত নন বলে দাবি করেন। তিনি জানান, কারাগারে এমন সিন্ডিকেট থাকলে তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

আরও পড়ুনঃ  লালগালিচায় ব্যতিক্রমী ‘ক্যাট শো’

সর্বশেষ সংবাদ

ছোট অপরাধ বাড়ছে, বড় অপরাধ কমে এসেছে : আসিফ মাহমুদ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675