• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ইউনিয়ন পরিষদে নৌকার নির্বাচনী সমাবেশ, চেয়ারম্যানকে শোকজ 

প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ৮:৫৮

ইউনিয়ন পরিষদে নৌকার নির্বাচনী সমাবেশ, চেয়ারম্যানকে শোকজ 

স্টাফ রিপোর্টার: আচরণবিধি ভঙ্গ করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের পরিষদ (ইউপি) চত্বরে নৌকার প্রার্থীর নির্বাচনী সভা করা হয়েছে। বিষয়টি জানতে পেরে ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলকে শোকজ করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। শনিবার এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর আগে সকালে ইউপি কার্যালয়ের সামনে নির্বাচনী সভা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে দেওপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী নির্বাচন উপলক্ষে ‘নির্বাচনী বিশেষ বর্ধিত সভার’ আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  জমি পাহারার মতো ভোট কেন্দ্রও পাহারা দিতে হবে : সিইসি আ. ম. ম নাসির উদ্দীন

এর আয়োজক ছিল দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন। অনুষ্ঠানের ব্যানারে নৌকা মার্কা প্রতীক ও প্রার্থী ওমর ফারুক চৌধুরীর ছবি ব্যবহার করা হয়। নৌকার প্রতীকের নিচে লেখা ছিল নৌকা মার্কায় ভোট দিন।

এই সভায় প্রার্থী ওমর ফারুক চৌধুরী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এই নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর ৪ (১) ধারা অনুযায়ী সরকারি কোনো কার্যালয়কে কোনো প্রার্থী পক্ষে বা বিপক্ষে প্রচারের স্থান হিসেবে ব্যবহার করা যাবে না। দেওপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে সভা করার বিষয়টি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়ে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিনকে পরিষদের ইমেইলে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। পরিষদের সচিবের এই নোটিশ চেয়ারম্যানকে সঙ্গে সঙ্গে বের করে দেওয়ার কথা।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত

জানতে চাইলে চেয়ারম্যান বেলাল উদ্দিন স্বীকার করেন যে, তার পরিষদ চত্বরে নির্বাচনী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এতে যে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ হয়-এটা তার জানা ছিল না। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো কারণ দর্শানোর নোটিশ তিনি হাতে পাননি বলে জানান।

সর্বশেষ সংবাদ

ছোট অপরাধ বাড়ছে, বড় অপরাধ কমে এসেছে : আসিফ মাহমুদ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675