• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শেখ হাসিনার মাধ্যমে উপকৃত হলে  বিবেকের রায়টি নৌকায় চাই: আসাদ

প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ১০:০৮

শেখ হাসিনার মাধ্যমে উপকৃত হলে  বিবেকের রায়টি নৌকায় চাই: আসাদ

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ বলেছেন, শেখ হাসিনার মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন তবে আপনাদের বিবেকের রায়টি নৌকা মার্কায় চাই। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর পবা উপজেলার হরিয়ানে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আসাদুজ্জামান আসাদ বলেন, নারী সমাজের জন্য শেখ হাসিনা কী করেন নি? আগে সন্তানের নামের সাথে শুধু বাপের নাম ছিল।

এখন কি তাই হয় নাকি মায়ের নামও যোগ হয়? এই মায়ের নাম যোগ কে করেছে, শেখ হাসিনা করেছে। সেজন্যই তো শেখ হাসিনার জন্য মানুষের কাছে ভোট চাওয়া উচিত। ভোট চাওয়ার ক্ষেত্রে আপনাদের আলাদা একটা অধিকার আছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩

তিনি আরও বলেন, শেখ হাসিনা যখন বয়স্ক ভাতা দেয়, অন্তঃসত্ত্বা ভাতা দেয়, করোনার সময় করোনার টিকা দিয়েছিলেন তখন কিন্তু দল দেখেননি।

সবমিলিয়ে দল না দেখা মানুষ জনবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারা যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তবে তার বিবেকের রায়টি নৌকা প্রতীকে চাই।

আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী আরও বলেন, আর কয়েক দিন পরেই জানুয়ারির প্রথম দিন নতুন বই পেয়ে আপনার সন্তানরা যখন আনন্দিত হয়ে বাড়ি ফিরবে, তাদের এই হাসির পেছনে শেখ হাসিনার অবদান আছে। আমাদের সময়েও কেউ নতুন বই পাই নি।

পৃথিবীর কোনো রাষ্ট্রে কোমলমতি ছেলে-মেয়েরা নতুন বই পায় না। সেই বই কি শুধু আওয়ামী লীগের নেতাদের সন্তানরা নেয়? শেখ হাসিনা কিন্তু তখন কোনো দল দেখে না। এই কারণেই আপনার বিবেকের রায়টি নৌকায় চাই।

আরও পড়ুনঃ  বাসে ডাকাতি ও শ্লীলতাহানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

উপস্থিত নেতাকর্মীদের ভোটার উপস্থিতি বাড়ানোর আহ্বান জানিয়ে আসাদ বলেন, শেখ হাসিনাকে যদি জেতাতে চান তাহলে ভোট দিতে হবে ৫০% এর উপরে। আমি যদি জিতে যাই আর শেখ হাসিনা যদি হেরে যায় তাহলে তো হলো না।

আমি চাই, আমি যদি হেরেও যাই তবুও শেখ হাসিনা জিতুক। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আপনারা যারা আছেন সবাই যদি পরিবারের লোকজন, আত্মীয় স্বজনসহ ভোট কেন্দ্রে এসে ভোট দিবেন।

মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সভাপতি বেগম আখতার জাহান।

আরও পড়ুনঃ  রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ওআন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হরিয়ান ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুলতানা রাজিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান বাবু, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিফা আরা কামাল, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন আকতার মিতা, পবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক নুর হোসেন, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেবের আলী প্রমুখ।

সর্বশেষ সংবাদ

ছোট অপরাধ বাড়ছে, বড় অপরাধ কমে এসেছে : আসিফ মাহমুদ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675