• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মিনু-বাদশার চা পান নিয়ে আলোচনা

প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ১:১৮

মিনু-বাদশার চা পান নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর রাজনীতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সুযোগ পেলেই মিনুকে তুলোধুনো করেন বাদশা। মিনুও ছাড়েন না। কয়েকমাস আগেই একটি টেলিভিশন চ্যানেলের টক-শোতে বাদশার অতীত নিয়ে নানা কথা বলেন মিনু।
সেই বাদশা-মিনু একসঙ্গে চা-চক্রে বসেছিলেন গেল শনিবার। সেদিন সন্ধ্যায় রাজশাহীর তিনতারকা ‘হোটেল এক্স’-এর প্যানোরোমা ক্যাফেতে দুজনে কফি খেয়েছেন একসঙ্গে। দুজনে সময় কাটিয়েছেন প্রায় ২০ মিনিট। বিভিন্ন সূত্র থেকে এ খবরের সত্যতা মিলেছে। তবে কী নিয়ে তাদের আলোচনা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ফজলে হোসেন বাদশা হোটেল এক্সের প্যানোরোমা ক্যাফেতে মিজানুর রহমান মিনুর সঙ্গে শুধু ‘দেখা হওয়ার’ কথা স্বীকার করেছেন। তবে মিজানুর রহমান মিনু তা পুরোপুরি অস্বীকার করেছেন। মিনু বলেছেন, মাস দুয়েক আগে বাদশার সঙ্গে উড়োজাহাজের ভেতর দেখা হয়েছিল তাঁর। এর বাইরে কোথাও কোন সাক্ষাৎ হয়নি তাঁদের।
তবে ভোটের মাঝে হোটেল এক্সে দুজনের বসা নিয়ে শহরের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। দুদিন পর সোমবার বিষয়টি জানতে পেরেছে বিভিন্ন সংস্থাও। সোমবার সকালে হোটেল এক্সে গিয়ে খবরের সত্যতা নিশ্চিত হয়েছে একটি সংস্থা। সেখানকার সূত্র জানিয়েছে, বাদশা ও মিনু এক টেবিলেই বসেছিলেন। বিষয়টি নিয়ে হোটেলটির কোন কর্মীকে কারও সঙ্গে কথা বলাই নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।
জানতে চাইলে হোটেলটির অপারেশন ম্যানেজার ফখরুল আলম শোভন অবশ্য খোলসা করে কিছু বলতে চাননি। তিনি বলেন, ‘সন্ধ্যার আগে আগে ফজলে হোসেন বাদশা স্যার কিছুটা আগে এসেছিলেন। সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু এসেছিলেন পরে। তারা ক্যাপাচিনো কফি খেয়েছেন। এরপর তারা চলে গিয়েছেন।’ কী নিয়ে তাদের আলাপ হয়েছে তা তারা খেয়াল করেননি বলে দাবি করেন।
দুজনের কী আলোচনা হয়েছে তা জানতে চাইলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ‘মিজানুর রহমান মিনুর সঙ্গে আমার কোন বৈঠক হয়নি তো।’ হোটেল এক্সে দুজন কফি খেয়েছেন, তা জানালে তিনি বলেন, ‘সেদিন ভোটের ওয়ার্ক করে আমি ক্লান্ত ছিলাম। তিনজন কর্মীকে নিয়ে গিয়েছিলাম চা খেতে। হঠাৎ মিজানুর রহমান মিনু তার পরিবারের জন্য খাবার কিনতে আসে। আমাকে সালাম দিল, সালাম নিলাম। এতটুকুই। একসঙ্গে চা-কফি খাওয়া কিংবা আলাপের মতো কোন কিছু হয়নি।’
মিজানুর রহমান মিনু অবশ্য দুইদিন আগে ফজলে হোসেন বাদশার সঙ্গে হোটেল এক্সে দেখা হওয়ার বিষয়টি মনেই করতে পারেননি। তিনি বলেন, ‘মানুষের সঙ্গে মানুষের দেখা হতেই পারে। তা নিয়ে কি হয়েছে? আর বাদশা ভাইয়ের সঙ্গে আমার অনেক দিন দেখা নেই। মাস দুয়েক আগে শুধু একবার প্লেনের মধ্যে দেখা হয়েছিল। এছাড়া দেখা হয়নি। শুধু পেপার-পত্রিকায় বাদশা ভাইকে দেখি।’
বিএনপি নেতা মিজানুর রহমান মিনু ২০০১ সালের নির্বাচনে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সংসদ সদস্য থাকা অবস্থায় ২০০২ সালের রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে নির্বাচন করেন। ওই নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা। ওই নির্বাচনে ফল পাল্টে মিনুকে মেয়র ঘোষণা করা হয় বলে বাদশার অনুসারিরা দাবি করে আসেন।
পরে ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পেয়ে মিনুকে পরাজিত করেন বাদশা। ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন বিএনপি প্রত্যাখান করলে বাদশা নির্বাচিত হন বিনাপ্রতিদ্বন্দি¦তায়। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে বিএনপি নেতা মিনুকে পরাজিত করেন বাদশা। এবার দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি, মিনুও প্রার্থী হননি।
তবে গত তিনটি নির্বাচনের মতো আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনেও রাজশাহী-২ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন ফজলে হোসেন বাদশা। এবার নৌকা পেলেও তাঁর স্বস্তি নেই। এখানে কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। এ আসনে জোটের শরিক জাসদেরও মশাল প্রতীকের আলাদা প্রার্থী রয়েছে। নগর আওয়ামী লীগ রীতিমতো সভা করে স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশাকে সমর্থন দিয়েছেন। ফলে বেকায়দায় পড়েছেন ১৪ দলের কেন্দ্রীয় নেতা ফজলে হোসেন বাদশা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675