• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পাড়া-মহল্লায় ‘কাঁচি’ প্রতীকের জোয়ার হচ্ছে: বাদশা

প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ৯:৩৩

পাড়া-মহল্লায় ‘কাঁচি’ প্রতীকের জোয়ার হচ্ছে: বাদশা

স্টাফ রিপোর্টার: আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে জয়যুক্ত করার লক্ষ্যে গণসংযোগ ও প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও নিউমার্কেট এলাকায় গণসংযোগ করা হয়েছে। এর আগে বিকেল ৩ টায় ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. তৌহিদুল হকের আয়োজনে প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে নারী ভোটারদের ঢল নামে।

আরও পড়ুনঃ  আজহারীর মাহফিলে মোবাইল হারানোর ১৩ জিডি, গয়না চুরির চেষ্টায় ৮ নারী আটক

প্রচার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

এসময় তিনি বলেন, রাজশাহীতে আওয়ামী লীগের কাছ থেকে নৌকা ছিনতাই করে নিয়েছে। জাতীয় ভাবে আমাদের প্রতীক নৌকা। কিন্তু এবারের নির্বাচনে রাজশাহী মহানগর আওয়ামীলীগের প্রতীক ‘কাঁচি’।

এরই মধ্যে নগরীর প্রতিটি পাড়া-মহল্লায় ‘কাঁচি’ প্রতীকের জোয়ার শুরু হয়েছে। আগামী ৭ জানুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে আমাদের নিরঙ্কুশ জয় হবে।

আরও পড়ুনঃ  এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. তৌহিদুল হক, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নিযাম উল আযীম, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আরমান আলী, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আশরাফুল হাসান (বাচ্চু), রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, ১৯ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক কামরুল হোসেন, ১৯ নম্বর ওয়ার্ড (উত্তর) সভাপতি হাসেম মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী, ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর সালাম, সাধারণ সম্পাদক জান বক্স, ১৩ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি পলি, সাধারণ সম্পাদক বৃষ্টি খাতুনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে শহীদ পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

এর আগে বুধবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর কাঁচাবাজার ও আশেপাশের এলাকায় গণসংযোগ করা হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675