• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহী মহানগর বিএনপির লিফলেট বিতরণ 

প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ৯:৩৬

রাজশাহী মহানগর বিএনপির লিফলেট বিতরণ 

স্টাফ রিপোর্টার: আগামী বছরের ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাাচনকে বিএনপি ও সমমনা দল গুলো প্রহসনের ও এক তরফা নির্বাচন বলে তাদের পক্ষ থেকে তা বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিনা ভোটের সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এবং ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে বুধবার রাজশাহী মহানগরীর রানীবাজার অলকার মোড় হতে নিউমার্কেট ও ষষ্টিতলা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  টিসিবির কার্ড নিয়ে পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : মহাসড়ক অবরোধ

রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এর সভাপতিত্বে কমসূচীতে উপস্থিত ছিলেন যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা, মহানগর জিয়া পরিষদেও সভাপতি প্রফেসর আকতার হোসেন, ৩০নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস শুকুর ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান আপেল সহ বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাগমারার তাহেরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থীদের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, এই সরকারের পায়ের তলায় মাটি নেই। সেজন্য ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। এজন্যই প্রহসনের নির্বাচন করার জন্য উঠেপরে লেগেছে। কারো দিকে তোয়াক্কা করছেনা।

আরও পড়ুনঃ  মধুদা’র হত্যাকাণ্ডের নৈতিক দায় জামায়াত-শিবিরের: ছাত্রদল

বর্তমানে এই সরকার জনগণের রোষানলে পরেছে। এই রোষনল থেকে বাঁচতে সরকারী পেটয়া বাহিনীকে জনগণের উপরে লেলিয়ে দিয়েছে। কিন্তু এভাবে আর ক্ষমতায় থাকা যাবেনা।

বিএনপি ও সমমনাদলগুলো যেকোন মূল্যে এই প্রহসনের নির্বাচনকে রুখে দেবে। সেইসাথে নির্বাচনের দিন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675