স্টাফ রিপোর্টার: রাজশাহী-২ আসনের নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা গণসংযোগ করেছেন। রোববার বিকালে নৌকার পক্ষে নগরীর লিলি হলের মোড় থেকে প্রচার মিছিল বের করা হয়। পশ্চিমাঞ্চলের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিছিলটি দিগন্ত প্রসারী ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন নেতারা।
মিছিলে নেতৃত্ব দিয়েছেন নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, যুবমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি তৌহিদুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য সাদরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মতিন, নাজমুল করিম অপু, মনির উদ্দিন পান্না প্রমুখ।