স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলায় পিস্তল-গুলিসহ এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম এমদাদুল হক (৩৪)। রাজশাহীর তানোর উপজেলার মথুরাপুর গ্রামে তার বাড়ি।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বাঘার হরিরামপুর এলাকায় এ অভিযান চালায়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।
র্যাব জানিয়েছে, এমদাদুলের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।