হেলাল উদ্দীন,বাগমারা: আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ নৌকার বিজয়ে ভোটারদের মাঝে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (২জানুয়ারী) উপজেলার বাসুপাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামে দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রচারনা চালান। সকাল থেকে তিনি বাসুপাড়া ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে গনসংযোগ ও পথসভা করেন।
ওই ইউনিয়নের দেওলা চৌরাস্তা, নন্দনপুর, চিকাবাড়ি, খুজিপুর, মোহাম্মাদপুর, দ্বীপনগর, সগুনা, কামনগর, সাঁইপাড়া, বালানগর, গোপালপুর, হলুদঘর, জোতিনগঞ্জ, বিরকয়াসহ বিভিন্ন গ্রামে ভোটারদের মাঝে নৌকার প্রচারনা করেন।
এছাড়াও বিভিন্ন বাজার এলাকা ও রাস্তার মোড়ে মোড়ে সাধারন নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে পথ সভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কমিটির আহ্বায়ক অ্যাড. ইব্রাহিম হোসেন, সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, আ’লীগ নেতা সিরাজ উদ্দিন সুরুজ, জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।