• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিয়ের খবরে ‘দোয়া’ চাইলেন মৌসুমি হামিদ

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ৫:১০

বিয়ের খবরে ‘দোয়া’ চাইলেন মৌসুমি হামিদ

অনলাইন ডেস্ক: হঠাৎ করেই শোবিজ অঙ্গনে ছড়িয়ে পড়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি হামিদের বিয়ের খবর। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের বন্ধুকে বিয়ে করেছেন তিনি। তবে কাকে বিয়ে করেছেন, সে বিষয়ে লুকোচুরি করছেন অভিনেত্রী।

এ বিষয়ে মৌসুমি হামিদের সঙ্গে যোগাযোগ করা হলে শুরুতেই তিনি বললেন, ‘এখনও বিয়ে করিনি। যদি এমন কিছু করি তাহলে সবাইকে জানিয়েই করব।’

আরও পড়ুনঃ  আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

তাহলে বিয়ের বিষয়টি কী সম্পূর্ণ গুজব? এমনটাও বলতে নারাজ এই অভিনেত্রী। তার ভাষায়, ‘যতক্ষণ না বিয়ের সবকিছু চূড়ান্ত হচ্ছে, তার আগে কিছু বলা যাবে না। দোয়া করেন, গুজব যেন সত্যি হয়। আশা করি, কিছুদিনের মধ্যে আপনাদের একটি খবর দিতে পারব।’

আরও পড়ুনঃ  যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

মৌসুমি হামিদের কথায় কিছুটা আঁচ পাওয়া গেল, খুব শিগগিরই হয়তো ভক্তদের বিয়ের সুখবর জানাবেন তিনি। অভিনেত্রীর কথায় মিলল সেই ছাপ। তিনি বললেন, বিয়েটা যেকোনো সময়ই হতে পারে; এমনকি এ মাসেও, আবার পরেও। সব চূড়ান্ত হলেই বিস্তারিত জানাব।

আরও পড়ুনঃ  যে কারণে সুহানার নাম মান্নাত রাখতে চেয়েছিলেন শাহরুখ

প্রসঙ্গত, গত বছরের ১৮ আগস্ট মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। প্রয়াত ড. ইনামুল হকের গল্পে এটি নির্মাণ করেছেন তার কন্যা অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। এছাড়াও সামনে মুক্তির অপেক্ষায় ছিল ‘নয়া মানুষ’ ও ‘যাপিত জীবন’ সিনেমা দুটি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675