স্টাফ রিপোর্টার: রাজশাহীর-২ আসনে (সদর) ২০ কেন্দ্রে বেসরকারিভাবে ফলাফলে অন্তত ৬ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছে কাচি প্রতীকের প্রার্থী শফিকুর রহমান বাদশা।
রবিবার (৭ জানুয়ারি) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এর পর গণণা শুরু হয়। এতে ২০টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা কাঁচি প্রতীক নিয়ে অন্তত ৬ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
তার প্রতীদ্বন্দ্বী নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা। আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন বাদশা অর্ধেক ভোটের ব্যবধানে পরাজিত হতে পারে।