• ঢাকা, বাংলাদেশ
  • ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ইউক্রেনের সঙ্গে পশ্চিমাদের গোপন বৈঠক

প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ১১:০৮

ইউক্রেনের সঙ্গে পশ্চিমাদের গোপন বৈঠক

অনলাইন ডেস্ক: রাশিয়ার সঙ্গে ‘ইউক্রেনের শর্ত অনুযায়ী’ শান্তি আলোচনা করতে— ইউক্রেন ও পশ্চিমাদের মধ্যে একটি গোপন বৈঠক হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জি-৭ জোটের সদস্য ও এশিয়ার কয়েকটি দেশ অংশ নিয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে গত ১৬ ডিসেম্বর বৈঠকটি হয়। এতে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। অপরদিকে চীন বৈঠকটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে ব্লুমবার্গ।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন মাত্রা, নিবিড় পর্যবেক্ষণে ভারত

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ছোট পরিসরে হওয়া এ বৈঠকে ইউক্রেনের ‘শান্তি ফর্মুলার’ ওপর স্বাধীন এবং আরও খোলামেলা আলোচনা হয়েছে।

এছাড়া শান্তি আলোচনা এগিয়ে নেওয়া এবং ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে বৈঠকের নীতি নিয়ে কথাবার্তা হয়েছে। তবে বৈঠকটি গুরুত্বপূর্ণ কোনো অগ্রগতি বা সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।

আরও পড়ুনঃ  গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, ৩ সাংবাদিকসহ নিহত অন্তত ১২

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ‘বিশেষ সামরিক অভিযানের’ নামে ইউক্রেনে সেনা পাঠান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় দুই বছর ধরে চলা এ যুদ্ধে ইউক্রেনের ১৭ শতাংশ ভূখণ্ড দখল করেছে রাশিয়ার সেনারা। এসব ভূখণ্ড পুনরুদ্ধারে গত বছরের সেপ্টেম্বরে পাল্টা আক্রমণ শুরু করেছিল ইউক্রেনের সেনারা।

আরও পড়ুনঃ  আদালতের নিষেধ সত্ত্বেও ২৩৮ ভেনেজুয়েলানকে বিতাড়িত করল যুক্তরাষ্ট্র

এ অভিযানের লক্ষ্য ছিল নিজ ভুখণ্ড মুক্ত করা এবং রাশিয়াকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া— যেখান থেকে শান্তি আলোচনার ব্যাপারে অনেক ছাড় দিবে রাশিয়া। তবে ইউক্রেনের এ পাল্টা আক্রমণ পুরোপুরি ব্যর্থ হয়েছে। উল্টো গত কয়েকদিন ধরে রুশ বাহিনী ইউক্রেনের নতুন ভূখণ্ড দখল করছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675