• ঢাকা, বাংলাদেশ
  • ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে ওষুধ কিনতে গিয়ে মাইক্রোর ধাক্কায় লাশ হলেন বৃদ্ধ

প্রকাশ: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ১১:৪৫

রাজশাহীতে ওষুধ কিনতে গিয়ে মাইক্রোর ধাক্কায় লাশ হলেন বৃদ্ধ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রমজান আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ওষুধ কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
নিহত রমজান উপজেলার কাটাখালী পৌরসভার পূর্ব কাপাসিয়া এলাকার মৃত লোকমান আলীর ছেলে।

আরও পড়ুনঃ  বাঘায় অপরাধ দমনের সিদ্ধান্ত আইন-শৃঙ্খলা কমিটির সভায়

রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬.৩০ টার দিকে কাটাখালী পৌরসভার রাজশাহী-ঢাকা মহাসড়কের কাপাসিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রমজান আলী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি ওষুধ কিনতে গিয়েছিলেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তার হাতে ওষুধও পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  নগরীতে আসামী ছাড়াতে গিয়ে থানায় বিএনপি নেতাদের হাতাহাতি

ওসি আরও জানান, এ দুর্ঘটনার পর সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান, এই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675