স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার সিরাজুল ইসলাম (৪৪)। তিনি নগরীর মতিহার থানার ধরমপুর কাজলা মহল্লার বাসিন্দা। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৭ সালের ১৪ মার্চ রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ ১০০ গ্রাম হেরোইনসহ আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে জামিন নিয়ে তিনি পালিয়ে যান। পরবর্তীতে তার অনুপস্থিতিতেই আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
আর সিরাজুল ইসলাম বাড়ি না এসে দেশের বিভিন্ন স্থানে ট্রাকচালক হিসেবে কাজ করতেন। সোমবার নগরীর মতিহার থানা পুলিশ জানতে পারে সিরাজুল নগরীর চন্দ্রিমা থানার দায়রাপাক মোড়ে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।