• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পুলিশের দ্বারস্থ ‘অঞ্জলি’

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ ১০:৩৭

পুলিশের দ্বারস্থ ‘অঞ্জলি’

অনলাইন ডেস্ক : বছর খানেক আগে ‘কাঁচা বাদাম’ গানে নেচে আলোচনায় এসেছিলেন মডেল অঞ্জলি অরোরা। এর পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার বিকৃত অশ্লীল একটি ভিডিও ক্লিপ।

২০২২ সালের সেই ঘটনার পর এবার আরও একবার আলোচনায় উঠে আসলো এই মডেলের নাম। পুরোনো সেই ঘটনার দেড় বছর পর পুলিশের কাছে গেলেন অঞ্জলি।

আরও পড়ুনঃ  যে কারণে সুহানার নাম মান্নাত রাখতে চেয়েছিলেন শাহরুখ

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এফআইআর দায়ের করেছেন তিনি। আর তার সেই এফআইআর’র কপি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, চ্ছে যেসব মিডিয়া ও ইউটিউবের মাধ্যমে সেই এমএমএস ভাইরাল হয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অঞ্জলি। ভিডিওটি শেয়ার করা হয়েছিল এমন একাধিক পোর্টালের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অঞ্জলি।

আরও পড়ুনঃ  ছ’বছরের সম্পর্কে বড় আঘাত পেয়েছিলেন!

প্রসঙ্গত, ২০২২ সালে যখন ছড়িয়ে পড়া একটি অশ্লীল ভিডিওতে মডেল অঞ্জলিকে দাবি করা হয়, তখন তিনি জানিয়েছিলেন, ভিডিওর মানুষটি তিনি নন।

এআই প্রযুক্তির মাধ্যমে ভিডিওতে তার ছবি বসিয়ে এডিট করে বিকৃত করা হয়েছে ভিডিওটি। কিন্তু এতদিন পর সেই ঘটনায় এফআইআর দায়েরের কারণে মডেলের সমালোচনা করছেন কেউ কেউ।

আরও পড়ুনঃ  রোজা সহজ হোক, প্রার্থনা কবুল হোক : অর্চিতা স্পর্শিয়া

২০২২ সালে বলিউড তারকা কঙ্গনা রানাওয়াতের ‘লকআপ’ শোয়ে যখন মডেল অঞ্জলি অংশ নেন, তখনই প্রকাশ্যে আসে ভিডিওটি। ওই সময় তিনি জানিয়েছিলেন, ভিডিওটির কারণে অনেক লজ্জায় পড়তে হয়েছে তার পরিবারকে।

আর এতদিন পর এফআইআর দায়েরের ব্যাপারে তিনি বলেন, ওই সময় আমি রিয়েলিটি শোয়ের প্রতিযোগী ছিলাম। এ জন্য এফআইআর দায়ের করতে পারিনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675