অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরে নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু বলেছেন, আমি সবসময় জনগণের পাশে ছিলাম, আছি, থাকবো। ভোটের সময় কালো টাকা উড়িয়েছে অনেক প্রার্থী। আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই কালো টাকার পেছনে ছোটেনি। তারা মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা মার্কায় ভোট করে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছে। আমি এখানকার জনগণ ও নেতাকর্মীদের কাছে ঋণী হয়ে রইলাম।
গতকাল দুপুরে সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা বিআরডিবি কার্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও সহসভাপতি ইবনে জিসাদ আল নাহিয়ানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন— লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার প্রমুখ।
পিংকু ২০২৩ সালের ৫ নভেম্বর উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি।