• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

অভিনেত্রী হিসেবে ‘স্ত্রীর সাফল্যে গর্বিত অক্ষয় কুমার’

প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ৮:৪০

অভিনেত্রী হিসেবে ‘স্ত্রীর সাফল্যে গর্বিত অক্ষয় কুমার’

অনলাইন ডেস্ক : অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারে সাফল্যের পর এবার মুকুটে আরও একটি পলক যুক্ত করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্না। ৫০ বছর বয়সে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে নিজের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন তিনি।

ফিকশন রাইটিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন টুইঙ্কেল খান্না। স্ত্রীর এমন সাফল্যে গর্বিত স্বামী অক্ষয় কুমার। অভিনেত্রীর সমাবর্তন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড সুপারস্টার।

আরও পড়ুনঃ  মা হচ্ছেন কিয়ারা আদভানি

অনুষ্ঠানের ফাঁকে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে অক্ষয় লিখেছেন, ‘দুই বছর আগে যখন তুমি আমাকে বলেছিলে ফের পড়াশোনা শুরু করতে চাও, আমি বুঝতে পারিনি ঠিক কী বলছ!

কিন্তু যেদিন দেখলাম তুমি কতটা পরিশ্রম করছ, ছাত্রজীবনে ফিরে গিয়েও সংসার, ক্যারিয়ার, আমাকে এবং সন্তানদের খেয়াল রাখছ- বুঝলাম আমি একজন সুপারওম্যানকে বিয়ে করেছি।’

তিনি বলেন, ‘আজ তোমার গ্র্যাজুয়েশন, আমিও ভাবছি যদি আরেকটু পড়াশোনা করতাম তা হলে হয়তো সেই শব্দগুলো খুঁজে বার করতে পারতাম, যা বুঝিয়ে দিত তোমাকে নিয়ে আমি ঠিক কতটা গর্বিত, টিনা। অভিনন্দন, আমার ভালোবাসা।’

আরও পড়ুনঃ  সড়কে প্রাণ হারালেন মার্কিন গায়িকা অ্যাঞ্জি স্টোন

এদিকে সমাবর্তনের দিন মঞ্চে উঠে প্রশংসাপত্র হাতে নেওয়ার ভিডিও পোস্ট করেন টুইঙ্কেল। তাতে লেখা— ‘অবশেষে আমার গ্র্যাজুয়েশন ডে।

গোল্ডস্মিথসে প্রথম দিনের কথা ভাবলে মনে হয় এই তো গতকালের কথা, আবার কখনো ভাবি; না জানি কোন জনমের ঘটনা! রৌদ্রোজ্জ্বল একটা দিন, সুন্দর একটা শাড়ি, পাশে পরিবার… এই দিনটা যেমনটা ভেবেছিলাম তার চেয়েও বেশি পারফেক্ট।’

আরও পড়ুনঃ  উর্বশীকে আচমকা ধাক্কা ওরির, ক্ষমা না চেয়ে পাল্টা বিদ্রুপ

ক্যারিয়ারে বারসাত, বাদশা, ইন্টারন্যাশন্যাল খিলাড়ি থেকে মেলার মতো ছবিতে অভিনয় করেছেন টুইঙ্কেল খান্না। শোনা যায়, ‘মেলা’ ছবি ফ্লপ হওয়ার পর শর্তে হেরে অক্ষয় কুমারকে বিয়ে করেন এই অভিনেত্রী। এরপরই ইতি টানেন ক্যারিয়ারে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675