• ঢাকা, বাংলাদেশ
  • ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিদ্যুতের খুঁটি ভেঙে দোকানে ঢুকল বালুভর্তি ট্রাক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ১২:৪২

বিদ্যুতের খুঁটি ভেঙে দোকানে ঢুকল বালুভর্তি ট্রাক

স্টাফ রিপোর্টার : রাজশাহীর কাটাখালী পৌরসভার শ্যামপুর এলাকায় গভীর রাতে দুটি দুর্ঘটনা ঘটেছে। একটি বালুভর্তি ট্রাক গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে রাস্তার পাশে দোকানে ঢুকে গেছে। রাস্তার পাশে আরেকটি বিদ্যুতের খুঁটি ভেঙে দিয়ে আরেকটি ট্রাক পালিয়ে গেছে। বুধবার (১৭ জানুয়ারি) ভোররাতের্ এ ঘটনা ঘটে।

পরে দোকানে ঢুকে যাওয়া ট্রাকের দরজা কেটে চালকের সহকাারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যুতের দুটি খুঁটি ভেঙে যাওয়ায় ভোররাত থেকে ওই এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন রেখেছে নেসকো। দুপুরের দিকে দোকান থেকে ট্রাকটি সরানো হয়েছে। বিদ্যুতের লাইন সংস্কারে সকাল থেকে কাজ করছেন নেসকোর লোকজন।

আরও পড়ুনঃ  নগরীতে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্থানীয় বাসিন্দারা জানান, দোকানে ট্রাক ঢুকে পড়ার ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পড়েন। পরে ঘাটের দিকে আরেকটি ট্রাক আসতে দেখলে এলাকাবাসী ট্রাকটিকে ধাওয়া করেন। তখন ওই ট্রাকের ধাক্কায় বিদ্যুতের আরেকটি খুঁটি ভেঙে যায়। ট্রাকটিকে ধরতে পারেননি এলাকাবাসী।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৪

দোকানের মালিক শাহানা বেগম বলেন, ভোররাতে ঘুমাচ্ছিলেন। হঠাৎ ভূমিকম্পের মতো শব্দ শুনে ঘুম ভেঙে যায়। বের হয়ে দেখেন, দোকানের ভেতরে ট্রাক ঢুকে গেছে। তার বাড়িরও ক্ষতি হয়। তিনি ক্ষতিপূরণ চান।

শাহানা বেগম স্থানীয় রাকিবুল ইসলামকে দোকানটি ভাড়া দিয়েছেন। ইলেকট্রনিকস আর টেলিকম ব্যবসা করেন রাকিবুল ইসলাম। তিনি বলেন, দোকানে ভোরে এসে মোবাইল রিচার্জের কার্ড আর নগদ টাকা পাননি। দোকানে সাড়ে তিন লাখ টাকার মালামাল ছিল। অল্প কিছু তার ছাড়া সব নষ্ট হয়ে গেছে।

আরও পড়ুনঃ  বাঘায় অপরাধ দমনের সিদ্ধান্ত আইন-শৃঙ্খলা কমিটির সভায়

কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর রহমান বলেন, এ ঘটনায় দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। একটি দোকানে ট্রাক ঢুকে গেছে। তারা ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে গেছেন। এ ঘটনায় নেসকোর প্রকৌশলীরা কাজ করছেন। কেউ থানায় অভিযোগ দিলে তাঁরা আইনগত ব্যবস্থা নেবেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675