স্টাফ রিপোর্টার : নগরীর বেলপুকুর থানার বাইপাস মোড়ে অভিযান পরিচালনা করে তিন হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামি নাজমুল ইসলাম বাবু (৩৫)। সে জেলার চারঘাট থানার পাশুন্দিয়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল ৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের টিম বেলপুকুর থানার বাইপাস মোড়ে একটি বাস থামিয়ে যাত্রী নাজমুল ইসলাম বাবুকে আটক করে। অপর এরক যাত্রী পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় আসামির কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে ইয়াবাগুলো কক্সবাজার সদর থানার রফিক নামের এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছে। তারা একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন যাবত ইয়াবার ব্যবসা করে আসছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আসামিদের বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।