• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সাঁতার কাটলেন ‘ব্যারিস্টার সুমন’

প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ৮:৪৩

সাঁতার কাটলেন ‘ব্যারিস্টার সুমন’

অনলাইন ডেস্ক : নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে নেমেছেন হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে চুনারুঘাট পৌরসভার উত্তরবাজার এলাকায় পুরাতন খোয়াই নদীর ময়লা-আবর্জনা অপসারণে নামেন তিনি।

তার এই কাজে সহযোগিতা করেন বিডি ক্লিন নাম একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ৬৫০ জন সদস্য। এরপর বিকেলে পরিষ্কার করা নদীতে নৌকা দিয়ে ঘোরেন ব্যারিস্টার সুমন। একপর্যায়ে নৌকা থেকে নেমে সাঁতার কেটে তীরে আসেন তিনি।

আরও পড়ুনঃ  বিয়ানীবাজারে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ

নদীর ময়লা পরিষ্কার করার পর নৌকায় চড়ে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, স্বপ্ন ছিল নৌকা চড়বো, নৌকাতে মানুষকে চড়াবো।

এটি সম্ভব হয়েছে বিডি ক্লিনের জন্য। অনেকটুকু ময়লা পরিষ্কার করে নৌকায় চড়া শুরু করেছি এবং আমরা সফল হয়েছি। তিনি বিডি ক্লিনকে ধন্যবাদ জানান।

বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম রবি বলেন, বিডি ক্লিনের প্রধান লক্ষ্য হচ্ছে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া। ব্যারিস্টার সুমন ভাইয়ের আমন্ত্রণে আমরা সাড়ে ৬শ সদস্য নিয়ে এখানে এসেছি। নদীটি পরিষ্কার করে আমরা বাড়িতে ফিরবো।

আরও পড়ুনঃ  উত্তাল তিস্তাকে খালে পরিণত করেছে ভারত : গয়েশ্বর চন্দ্র রায়

জানা গেছে, চুনারুঘাট শহরকে বড় করতে ৭০ এর দশকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এক কিলোমিটার দূরে স্থানান্তরিত করা হয় মূল খোয়াই নদী। এরপর থেকে শহরের পাশে অন্তত ৩ কিলোমিটার নদী পরিত্যক্ত হয়ে পড়ে।

সময়ের ব্যবধানে দখল আর দূষণে অস্থিত্ব সংকটে পরে নদীটি। এই নদীটি দখলমুক্ত করে দৃষ্টিনন্দন করার দাবি জানিয়ে আসছিল কয়েকটি পরিবেশবাদী সংগঠন।

আরও পড়ুনঃ  সন্তানের লাশ আনতে সরকারের সাহায্য চান সৌদি আরবে নিহত সাগর পরিবার

এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, নব নির্বাচিত সংসদ সদস্য চুনারুঘাট অংশের পুরাতন খোয়াই নদীর দখল এবং দূষণমুক্ত করতে যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটি আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার। আমরা মনে করি নদীটি দখল ও দূষণমুক্ত হলে তার স্বাভাবিক প্রবাহ ফিরে পাবে।

সর্বশেষ সংবাদ

বাড়িতে তুলসী গাছ থাকতে ওজন ঝরানো নিয়ে চিন্তা?
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
রোজের ব্যবহারের একটি জিনিস থেকেই ঘরের দূষণ বাড়ছে!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
গৃহবধূদের সঙ্গে শ্রমিকের তুলনা কেন!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675