সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীর মহানগরীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রাজশাহী-২ (সদর) মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেল ৪ টায় শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি। রাজশাহী সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জানে আলম খান ও ব্রাক ব্যাংকের রাজশাহী ম্যানেজারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নবনির্বাচিত সংসদ সদস্য রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, এই শীতে অনেক গরিব মানুষ কষ্টে আছে। তাদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতেই শীতবস্ত্র বিতরণ করা হচেছ।