মোহাঃ আসলাম আলী, স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় গলায় দড়ি দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। উপজেলার বাউসা ইউপি’র দিঘা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৯ জানুয়ারী) সকাল সারে ৭ টার দিকে মোহাম্মদ নান্নু আলীর ছেলে নাঈম হোসেন(২৩) তার নিজ স্বয়ং কক্ষের টিনশেড ঘরের বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয় পরিবারের লোক।
তার চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে জানতে পারে নাঈমের শারীরিক ও পারিবারিক সমস্যার কারনে সে আত্নহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হছে। এলাকাবাসীর তথ্যমতে মৃত নাঈম খুব ভালো ছেলে ছিলো। সে টাঙ্গাইলে নাসির মেশিনারীজ ফ্যাক্টরিতে চাকরি করতো।
গত তিন মাস আগে তার বিয়ে হয়েছে। তার এক আত্নীয় জানান,নাঈম হাসানের প্রসাবের ইনফেকশন ছিল। প্রসাবের সময় প্রচন্ড জ্বালা-জন্ত্রনা করতো। রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা চলছিল তার।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, মৃত নাঈম হোসেনে(২৩) শারীরিক অনেক অসুস্থর কথা আমরা জানতে পারি।
রাজশাহী একটি মেডিকেল চিকিৎসা চলছিলো। গত দুমাস আগে তারা বউ চলে গেছে। বিভিন্ন কারণে মানসিক সমস্যায় ছিলো। কারো অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।