• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

অল্পের জন্য রক্ষা পেলেন ‘পূজা’

প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ১০:১৯

অল্পের জন্য রক্ষা পেলেন ‘পূজা’

অনলাইন ডেস্ক : অন্যান্য দিনের মতোই রান্নাঘরে গিয়েছিলেন পূজা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গ্যাস জ্বালাতে গিয়েই বিপত্তি। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পান অভিনেত্রী।

গত বুধবার রাতের ঘটনা। রান্নাঘরে আগুন জ্বালাতে গিয়ে গ্যাসের পাইপে আগুন ধরে যায়। কিছুক্ষণ পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুনঃ  ছ’বছরের সম্পর্কে বড় আঘাত পেয়েছিলেন!

বিষয়টির ইঙ্গিত দিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পূজা লেখেন, আজ অল্পের জন্য রক্ষা পেলাম। বাড়িতে আগুন লেগেছিল। আমি এবং আমার পরিবারকে রক্ষা করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।

পূজা এখন কলকাতাতেই রয়েছেন। পূজা বলন, গ্যাসের পাইপ ফেটে গ্যাস বেরোচ্ছিল। বুঝতে পারিনি। গ্যাস জ্বালাতে গিয়েই রান্নাঘরে আগুন ধরে যায়।

আরও পড়ুনঃ  আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

তবে, পরিবারের সদস্যদের তৎপরতায় আগুন নেভাতে সক্ষম হন পূজা। অভিনেত্রী বলেন, গ্যাসের পাশে প্রচুর বৈদ্যুতিক যন্ত্র ছিল। মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতেই পারত। কিন্তু অল্পের জন্য আমরা বেঁচে গিয়েছি।

আরও পড়ুনঃ  মা হচ্ছেন কিয়ারা আদভানি

মুম্বাইয়ের ছোট পর্দায় চর্চিত মুখ বাঙালি অভিনেত্রী পূজা। তবে, বলিউডের পাশাপাশি টলিউডেও তিনি পর পর কাজ করছেন।

বাংলায় ‘লভেরিয়া’, ‘হইচই আনলিমিটেড’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন পূজা। চলতি মাসেই মুক্তি পাবে অভিনেত্রীর নতুন বাংলা ওয়েব সিরিজ ‘ক্যাবারে’।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675