স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে পাইলট প্রোগ্রামেটিক পাটনারশীপের আওতায় ১০০ জন কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্মার্টফোন দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মার্টফোন বিতরণ করেন সিটি মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান এএইচএম খায়রুজ্জামান লিটন। ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা সালাহ উদ্দিন আল ওয়াদুদ এবং ডেপুটি সিভিল সার্জন ডা. আব্দুল মতিন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার অধ্যাপক ড. চৌধুরী সারোয়ার জাহান।
প্রকল্পের সার্বিক কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন জার্মান রেড ক্রিসেন্টের প্রোগ্রাম অফিসার সাজিদ হোসেন ও ডেনিস রেডক্রসের প্রজেক্ট হেলথ ম্যানেজার আরিফা হাসনাত আলী।