• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে বাসের ধাক্কায় শিশুসহ ভ্যানের দুই যাত্রী নিহত

প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ৬:৫৫

রাজশাহীতে বাসের ধাক্কায় শিশুসহ ভ্যানের দুই যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলায় বাসের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মোহনপুরের সইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- ভ্যান চালক মো. সিরাজ (৫০) ও ভ্যানের আরোহী শিশু আব্দুল্লাহ্ (১২)। আহতরা হলেন- নিহত শিশুর বাবা কুদ্দুস (৪৫) এবং তার বোন নাফিজা (১৫)।

আরও পড়ুনঃ  মিরপুরে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনেরা জানান, বাগমারার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। মোহনপুরের সইপাড়া এলাকায় এসে পৌছালে বাসটি একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন আরও দুইজন।

আরও পড়ুনঃ  স্ত্রীসহ নিক্সন চৌধুরী ও খাইরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল জানান, আহত ও নিহতরা একদিলতলা হাটে পান বিক্রি করে তাদের গ্রাম বড়াইলে যাচ্ছিলো। পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675