• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আমি হাসের মতো হাঁটি : মালাইকা

প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ৮:৪৫

আমি হাসের মতো হাঁটি : মালাইকা

অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন মালাইকা আরোরা। বয়স ৫০ ছুঁয়ে ফেললেও এখনও আঠারোর তরুণীদের টেক্কা দেন যিনি। বিশেষ করে আইটেম গালে ‘সুপারহিট’ তকমাও পেয়েছেন এই তারকা।

মালাইকার রূপ, ফিটনেস নিয়ে ভক্তদের মাঝেও চর্চার শেষ নেই। বয়সের সঙ্গে সঙ্গে নিজেকে দারুণভাবে ফিট রেখেছেন তিনি। তবুও এই অভিনেত্রীকে ঘিরে রয়েছে বিতর্ক।

আরও পড়ুনঃ  বিয়ে করেছি ভালোবেসে, ধর্মের প্রসঙ্গ কখনোই ওঠেনি : সোনাক্ষী

মালাইকার রূপের প্রশংসা হলেও তার হাঁটাচলার ধরণ নিয়ে সমালোচনা হয় অন্তরালে। নেটিজেনরা অভিনেত্রীর এই হাঁটার ধরণের নাম দিয়েছেন ‘ডাক ওয়াক’। বিষয়গুলো কীভাবে দেখেন সাবেক আরবাজপত্নী?

করণ জোহরের একটি শো’তে মালাইকা সরাসরিই জানিয়েছিলেন, এসব দেখার কিংবা ভাবার মতো সময় নেই তার। অভিনেত্রীর ভাষায়, এসব নিয়ে কখনো খারাপ কিংবা ভালো লাগা কাজ করে না।

আরও পড়ুনঃ  যে শর্তে বিয়ে করতে রাজি সুস্মিতা সেন

একপ্রকার গর্ব করেই মালাইকা বলেন, হ্যাঁ, আমি হাসের মতো হাঁটি। আমার (নিতম্ব) যদি সুঠাম হয়ে থাকে এবং সেটা যদি এক বুফে টেবিলের মতো হয়, যেখানে আমি সেভেন কোর্স মিল পরিবেশন করতে পারি, তাহলে আমি কেন হাঁসের মতো হাঁটব না? আমি হাঁস, বিড়াল, চিতা… সবার মতোই হাঁটতে পারি। এসবের তোয়াক্কা করি না।

আরও পড়ুনঃ  আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

নিজের রূপ, ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই এমন সোজাসাপ্টা ছিলেন মালাইকা। বয়সে ছোট অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়েও কম কটাক্ষের শিকার হতে হয়নি তাকে। কিন্তু এসব কোনো কিছুই অভিনেত্রীর জীবনের বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675