• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

যেভাবে ফরিদপুরের নকল খেজুর গুড় সারা দেশে ছড়িয়ে পড়ছে

প্রকাশ: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ১১:৫৫

যেভাবে ফরিদপুরের নকল খেজুর গুড় সারা দেশে ছড়িয়ে পড়ছে

অনলাইন ডেস্ক : ফরিদপুর জেলা খেজুর গুড়ের জন্য বিখ্যাত। এ কারণে এ জেলার গুড়ের প্রতি সবারই আলাদা আগ্রহ থাকে। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।

নিজ বাড়িতেই নকল খেজুর গুড় তৈরির কারখানা খুলে বসেছেন। এ গুড় তারা ‘আসল খেজুর গুড়’ বলে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন চড়া দামে। এমন খবর পেয়ে ওই কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের খোয়াজের ডাংগী গ্রামে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান।

আরও পড়ুনঃ  আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই: শহিদুল ইসলাম বাবুল

নকল গুড় তৈরিকালে আলম শেখ (৪১) ও জলিল শেখ (৫৬) নামে দুই ব্যক্তিকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নকল খেজুরের গুড়সহ গুড় তৈরিতে ব্যবহৃত প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ১২১ ড্রাম ভেজাল গুড় তৈরির কাঁচামাল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় নির্মাণাধীন বাড়ির রডকাটা নিয়ে দুই পরিবারের সংঘাতে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান বলেন, আলম শেখ ও জলিল শেখ দীর্ঘদিন ধরে ফরিদপুরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের নামে নকল খেজুরের গুড় তৈরি করে বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের কারখানায় অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, তাদের দুই জনকে জরিমানা করা হয়েছে। ১২১ ড্রাম ভেজাল খেজুরের গুড় জব্দ করা হয়েছে। পাশাপাশি তাদের দুইজনকে সতর্ক করা হয়েছে। নকল পণ্য তৈরির কারখানায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ফি কালেকশন সেবা দেবে ব্র্যাক ব্যাংক

জানা যায়, ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে নকল খেজুরের গুড়ের ব্যবসা করে আসছিলেন। নিজ বাড়িতেই নকল খেজুরের গুড় তৈরি করতেন। ভারত থেকে এক ধরনের কেমিকেল (গাদ) নিয়ে আসতেন তারা। এরপর ওই গাদের সঙ্গে চিনি, স্যাকারিন ও খেজুরের গুড়ের ফ্লেভার ব্যবহার করে গুড় তৈরি করতেন। ক্ষতিকারক কেমিকেল ব্যবহার করে বানানো গুড় বাজারজাত করতেন।

সর্বশেষ সংবাদ

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম গ্রেফতার
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
ছাত্রদের নতুন দলের সঙ্গে আমি যুক্ত নই : আসিফ মাহমুদ
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675