• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভাঙ্গায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

প্রকাশ: রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ৫:৫১

ভাঙ্গায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

আব্দুল মান্নান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় অস্ত্রসহ তিন টাকা থেকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ । শনিবার দিবাগত রাতে ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের নুনা মাতুব্বরের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয় একদল ডাকাত । সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ ঘটনায় ভাঙ্গা থানার এস,আই মনিরুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
আটককৃত ডাকাতেরা হল- ভাঙ্গা উপজেলা সাড়ে সাতরশি গ্রামের শাহিন তালুকদারের পুত্র আকাশ তালুকদার (২৪), নূরুল্লাগঞ্জ গ্রামের জাহাঙ্গীর শরীফের পুত্র আকাশ শরীফ(২২) ও সদরপুর উপজেলার শ্যামপুর গ্রামের শাহীন তালুকদারের পুত্র আকাশ তালুকদার(২৩)।
ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ জানান, ভাঙ্গা থানা পুলিশ রাত্রিকালীন পুকুরিয়া এলাকায় ডিউটি চলাকালে সংবাদ পায়। নুরুল্লাগঞ্জ গ্রামে নুনা মাতুব্বরের বাড়িতে ডাকাতির প্রস্তুত নিচ্ছে একদল ডাকাত। পরে আমাদের পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসী সহায়তায় পালানোর চেষ্টা কালে তিন ডাকাতকে আটক করে ।
এসময় তাদের নিকট থেকে ২টি রামদা, ১টি চাপাতি ও ১টি সাবোল উদ্ধার করা হয়েছে। আটককৃত ডাকাতেরা ডাকাতি করার কথা স্বীকার করেছে । তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করা হয়েছে। রোববার দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার বাদি এস,আই মনিরুল ইসলাম জানান, তিন ডাকাতকে আদালতের মাধ্যমে ৭দিনের রিমান্ড  চাওয়া হয়েছে। যেহেতু ৫/৭ সাত জন ডাকাত পালিয়ে গেছে তাদের নাম  সনাক্ত করা জন্য এই রিমান্ড আবেদন করা হয়েছে ।

সর্বশেষ সংবাদ

শারজাহ’র ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা চুক্তি ঢাকা চেম্বারের
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
রাজশাহীতে যৌথ বাহিনী রেড ব্লক অভিযান
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675