• ঢাকা, বাংলাদেশ
  • ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাবিতে কার্যকর পাঠদান ও মূল্যায়ন বিষয়ে প্রশিক্ষণ শুরু

প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ১১:১৪

রাবিতে কার্যকর পাঠদান ও মূল্যায়ন বিষয়ে প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামসমূহের অ্যাক্রিডিটেশন প্রাপ্তির লক্ষ্যে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই অংশ হিসেবে আজ সোমবার থেকে চার দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়েছে। এদিন সকাল ৯টায় আইকিউএসি কনফারেন্স কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

আরও পড়ুনঃ  ডিবি পরিচয়ের ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা

আইকিউএসির পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমান ও সঞ্চালনা করবেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আবদুর রশিদ সরকার।

প্রশিক্ষণ উদ্বোধন করে উপাচার্য তাঁর বক্তৃতায় বলেন, বর্তমানে উচ্চশিক্ষায় প্রতিষ্ঠানের পাঠদান ও গবেষণা থেকে জ্ঞান আহরণ ও তার মূল্যায়ন একান্ত প্রয়োজন। তার মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার মান ও পদ্ধতির কার্যকারিতা নিশ্চিত করা যায়।

আরও পড়ুনঃ  অল্প সময়ের মধ্যে সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে : মিনু

সামগ্রিকভাবে তা প্রতিষ্ঠানের স্বীকৃতিতে ও শিক্ষাক্ষেত্রের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রশিক্ষণ রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সেই লক্ষ্য অর্জনে অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা

প্রশিক্ষণ ২৯-৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এর প্রতি ব্যাচে ৫০ জন করে বিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদের ২০০ জন শিক্ষক অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে আছেন ঢাকাস্থ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধিকর্তা ও আকিউএসির পরিচালক অধ্যাপক ফারহিন হাসান।

সর্বশেষ সংবাদ

সিগারেটের সর্বনিম্ন দাম ৯ টাকা করার দাবি
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
দেশের বাজারে আলুর দাম কম, বাড়ছে রপ্তানি
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
গুলশানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
গাজায় তিন দিনে ২০০ শিশুর প্রাণ কাড়ল ইসরায়েল
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675