স্টাফ রিপোর্টার: রাজশাহীতে একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৫ ডিগ্রি। তবে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ২ ডিগ্রি। এমন অবস্থায় আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রাজশাহীতে একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা কমেছে। তবে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক এসএম গাউসুজ্জামান বলেন, আকাশে মেঘ রয়েছে। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সকাল ছয়টায় বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ ও সন্ধ্যা ছয়টায় বাতাসের আদ্রতা ছিল ৭৭ শতাংশ। বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও কুয়াশা পড়তে পারে।