• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রত্নপাথরের প্রতি ইরানের দীর্ঘস্থায়ী ভালোবাসা

প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:৪৯

রত্নপাথরের প্রতি ইরানের দীর্ঘস্থায়ী ভালোবাসা

অনলাইন ডেস্ক : দক্ষিণ তেহরানের একটি বিখ্যাত শিয়া মাজারে, কাসেম আশগারি আরেকটি রত্নপাথরের আংটি কিনছিলেন এই আশায়, এটি তার প্রার্থনার দ্রুত সাফল্য দিতে সাহায্য করবে।
ত্রিশ বছরের আসগরী যিনি ইতোমধ্যেই প্রতিটি হাতে বেশ কয়েকটি ব্যান্ড পরেছেন। তার মনে আরো একটি নির্দিষ্ট আংটি ছিল: একটি রূপালী আংটি, হলুদ সোলেমানি পাথর দিয়ে সজ্জিত এবং ধর্মীয় লিপি দিয়ে খোদাই করা।
শাহ আবদোলাজিমের মাজারের কাছে বাজারের গলির পথে ঘুরে বেড়ানোর সময় তিনি এএফপি’কে বলেন, ‘যদি একটি সোলেমানি আংটি আঙ্গুলে পরে প্রার্থনা করা হয়, তাহলে সওয়াব বহুগুণ বেড়ে যায়।’
রত্নপাথরের জন্য আসগরির প্রশংসা ইরানের অনেক শিয়া মুসলমানদের দ্বারা ভাগ করা হয়, যেখানে বিশিষ্ট পুরুষ পন্ডিত এবং সিনিয়র কর্মকর্তাদের প্রায়ই প্রকাশ্যে একই রকম রিং খেলাতে দেখা যায়।
শিয়া-সংখ্যাগরিষ্ঠ দেশটিতে অনেকেই রত্নপাথরের উচ্চ ধর্মীয় তাৎপর্যকে তারা ঐশ্বরিক সুরক্ষা নিশ্চিত, মন্দ থেকে রক্ষা এবং দারিদ্র্য প্রতিরোধ করার উপায় হিসাবে দেখে।
একটি বাজারের মণিকার হাসান সামিমি বলেন, রত্নপাথরের সাথে সম্পর্কিত সাধারণ বিশ্বাসগুলো মূলত মানুষকে সেগুলো কিনতে অনুপ্রাণিত করে।
সামিমি বলেন, ‘শুধু সৌন্দর্যের জন্য আংটি পরে এমন কাউকে পাওয়া খুব বিরল।’ তার কর্মশালায় যেখানে তিনি আংটি, নেকলেস, প্রার্থনার পুঁতি এবং অন্যান্য আইটেমগুলোর জন্য বড় রত্নপাথর খোদাই করেন।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675