স্টাফ রিপোর্টার : জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহীতে বর্গাচাষীর ২০ বিঘা জমির ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২৭ জানুয়ারি রাজশাহীর পবা উপজেলার চর খানপুরে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। এ নিয়ে বর্গাচাষী বাবু শেখ রাজশাহীর কাটাখালী থানায় পাঁচজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে ট্রাক্টর চালক জাফর, আধারমান রহমান, লাল্টু, মতিন ও টুটুলের নাম উল্লেখ করা হয়েছে। তারা বাবুর চাষ করা মসুর ক্ষেতে ট্রাক্টর চালিয়ে নষ্ট করেছেন। পাশাপাশি প্রায় অর্ধশত গরু জমিতে ছেড়ে দিয়ে ফসল নষ্ট করা হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন।
ভুক্তভোগী কৃষক বাবু শেখ বলেন, এই জমির মালিক কুবাদ আলীর কাছ থেকে তিনি জমি বর্গা নিয়ে চাষ করেন। কিন্তু অভিযুক্তরা এ জমির মালিকানা দাবি করে বাবুকে চাষাবাদে বাধা দেন। দুই মাস পূর্বে
তারা বাবুর চাষ করা কালাই কাটতে বাঁধা দেন। তখন তিনি আদালতের শরণাপন্ন হন। তখন আদালত তাকে জমিতে বর্গা চাষ করার অনুমতি দেন। হঠাৎ অভিযুক্তরা গত ২৭ জানুয়ারি বাবুকে কিছু না জানিয়েই তার মসুরের খেতে ট্রাক্টর দিয়ে চাষ করেন।
এ বিষয়ে অভিযুক্ত টুটুলের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কথা বলেন নি। সাংবাদিক পরিচয় দিলে তিনি এই প্রতিবেদককে তার সঙ্গে দেখা করার কথা বলেন এবং ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
অভিযোগের বিষয়ে কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান বলেন, “বাবু শেখের একটি অভিযোগ পেয়েছি। আমরা সরেজমিন তদন্ত করেছি। জমির ফসল নষ্ট করা হয়েছে। অভিযুক্তদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তার আগে যদি তারা নিজেরা আপোষ-মিমাংসা করতে চায়, তাহলে সেটিও তারা করতে পারবে”।