অনলাইন ডেস্ক : রোবাট হয়ে পর্দায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন। আজ মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘তেরি বাতোঁ মে এইসা উলঝা জিয়া’। এতে তার সঙ্গে আছেন শহিদ কাপুর। ছবিটি নির্মাণ করেছেন অমিত জোশী ও আরাধ্যনা শাহ। ছবিতে শহিদ কাপুর ও কৃতি স্যাননের বাইরে দেখা যাবে ডিম্পল কাপাডিয়া, ধর্মেন্দ্র, রাকেশ বেদি প্রমুখকে। ৪০ কোটি রুপি বাজেটের ছবিটি নির্মিত হয়েছে। ‘তেরি বাতোঁ ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’র ট্রেলার ১৮ জানুয়ারি মুক্তি পায়।
সেখানেই দেখা যায় কৃতির প্রেমে এবং কাজে মুগ্ধ হয়ে যান শহিদ কাপুর। প্রেমে পড়তেও সময় লাগেনি তাদের বেশি। কাছে আসতেও না। পরিবারকে জানাতে তারাও মেনে নেন এই সম্পর্ক। কিন্তু মেয়েটির কিছু উদ্ভট কা-কারখানা সকলেরই বেশ নজরে পড়েছিল, কিন্তু তারা ভেবেছেন এই মেয়ে বিদেশী তাই হয়তো এমন। কিন্তু একটা সময় শহিদ দেখেন কৃতি আর নড়ছেন না, মৃত। তখন তার এক আত্মীয় জানান যে ও রোবট।
মৃত না। চার্জ ফুরিয়ে গিয়েছে। কৃতি বলিউডের প্রথম অভিনেত্রী যে রোবটের ভূমিকায় অভিনয় করছেন। সিফরা নামের একটি রোবটের ভূমিকায় দেখতে পাওয়া যাবে তাকে। ট্রেলার এবং গানগুলি থেকে এটি স্পষ্ট যে কৃতি স্যানন অনায়াসে তার চরিত্রের মাধ্যমে একটি রোবটকে ফুটিয়ে তুলেছেন। একটি রোবটের চরিত্র করা খুবই কঠিন। বিশেষ করে যান্ত্রিক বহির্প্রকাশের মাধ্যমে আবেগ প্রকাশের চ্যালেঞ্জ সকলের করা সম্ভব না।
কৃতির পারফরম্যান্সের একটি উল্লেখযোগ্য দিক হলো, রোবটিক ব্যক্তিত্বের সূক্ষ্মতাগুলো নির্বিঘেœ কার্যকর করার ক্ষমতা। তিনি অনায়াসেই দুই হাত দিয়ে রান্না করে, একটি রোবট হওয়ার সত্ত্বেও কীভাবে আবেগঘন হতে হয়, বা বলতে পারেন নিজের মাথা পেছনের দিকে বাঁকানো এবং এমন আরও কয়েকটি মুহূর্তের মাধ্যমে তার দক্ষতা প্রদর্শন করে। ট্রেলার এবং গানে গুলিতে শহিদ এবং কৃতির রোম্যান্স দেখে রোবট হিসেবে খুবই সাবলীল লেগেছে।
এই ধরনের চরিত্র বহু অভিনেত্রীই করতে চায় না, তবে কৃতি খুবই সাবলীলভাবে এই কাজ করেছেন। ক্যারিয়ারে এরইমধ্যে এ অভিনেত্রী একাধিক অসাধারণ চরিত্র উপহার দিয়েছেন সকলকে, সম্প্রতি ‘মিমি’ সিনেমায় তার চরিত্রের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও। এবার আবারও সকলকে চমক লাগাতে আসছেন তিনি।