অনলাইন ডেস্ক : ভালোবাসা দিবসে নতুন কাজ নিয়ে ফিরছেন পরীমনি। দর্শকের জন্য নিয়ে আসছেন ওয়েব ফিল্ম ‘বুকিং’। এতে পরীর বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন। দুজনকে নিয়ে প্রকাশ হয়েছে একটি দৃষ্টিনন্দন রোমান্টিক পোস্টার, যেটার মাধ্যমে যেন দর্শকদের বুকিং দিয়ে রাখলেন ১৪ ফেব্রুয়ারি ছবিটি দেখার জন্য। ছবিটি বঙ্গতে দেখার আহ্বান জানান তিনি।
নির্মাতা আরিয়ান জানান, ‘বুকিং’ ছোট্ট মিষ্টি একটা প্রেমের গল্প, যেখানে তিনি পরীমনি ও এ বি এম সুমনকে একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছেন। সুন্দর একটা গান আছে। আরিয়ানের ভাষায়, সব মিলিয়ে ৩০ মিনিটের একটা গুড ফিল প্রেমের গল্প।
এর আগে পরীমনি বলেছেন, ‘বুকিংয়ের গল্প খুব সুন্দর। নানা চমক রয়েছে। তা ছাড়া আরিয়ান আমার বেশ পছন্দের নির্মাতা। এতে প্রথমবার এ বি এম সুমনের সঙ্গে কাজ করেছি। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে।
গত বছর ‘ডোডোর গল্প’ সিনেমার শূটিং শেষ করেছেন পরীমনি। সরকারি অনুদানের এ ছবিটি পরিচালনায় আছেন রেজা ঘটক। এর বাইরে সামনে টিএম ফিল্মসের ‘খেলা হবে’ নামের আরও একটি সিনেমায় দেখা যাবে এ নায়িকাকে। সেটি নিয়েও রয়েছে পরীমনির ব্যস্ততা।