অনলাইন ডেস্ক: প্রতিদিনই দর্শকদের জন্য নতুন সিনেমা এবং ওয়েব সিরিজ অবমুক্ত করছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। সেই তালিকায় যুক্ত হচ্ছে আরো বেশ কয়েকটি নতুন সিনেমা ও সিরিজ। এ সপ্তাহে ওটিটি দর্শকরা দেখতে পারেন—
জগুরা হুশারুগা: দক্ষিণী এ সিনেমাটি আজ অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে।
আর্য:অন্তিম ভার: সিনেমাটি আজ ডিজনি প্লাস হটস্টার মুক্তি দেবে।
গুন্টুর কেরাম: মহেশবাবু অভিনীত এ সিনেমাটি আজ নেটফ্লিক্সে অবমুক্ত করা হবে।
পাপ্পি লাভ: রোমন্টিক ঘরানার এ সিনেমাটি লায়ন্সগেট প্লে এবং অ্যামাজন প্রাইমে আজ মুক্তি পাবে।
ভক্ষক: সিনেমাটি আজ নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে।
ওয়ান ডে: আলোচিত এ সিরিজটি গতকাল নেটফ্লিক্স অবমুক্ত করেছে।
দ্য মার্ভেলস: আমেরিকান এই সিনেমাটি গত ৬ ফেব্রুয়ারি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে।