অনলাইন ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় হাবিব ব্যাপারী (৬৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন ওই বৃদ্ধ। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
হাবিব ব্যাপারী ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি কারিগর পাড়া গ্রামের বাসিন্দা। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা। ছেলেমেয়েরা সবাই বিবাহিত।
নাছিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর খান জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে চা পানের উদ্দেশ্যে বালিয়াহাটি বাজারে যান হাবিব ব্যাপারী। সেখানে রাত ৭টা পর্যন্ত ছিলেন তিনি। পরে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন চিন্তায় পড়ে যান। এরপর তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাত ৩টার দিকে সবাই বাড়িতে ফেরেন। সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা হাবিব ব্যাপারীর বাড়ি থেকে আনুমানিক ৪০০ মিটার দূরে গমখেতের পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে সকাল সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ বলেন, এটি একটি হত্যাকাণ্ড। ওই বৃদ্ধের মাথায় ভারি কোনো লাঠি বা রড দিয়ে আঘাত করে ও দুই কানের নিচে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার দুপুরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই বৃদ্ধের পরিবারের সদস্যদের কেউ একজন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করবেন।