• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাঘায় অগ্নিকান্ডে ৪ টি বসতঘরের আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে প্রায়-১৫ লাখ টাকার ক্ষতি

প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:০৪

বাঘায় অগ্নিকান্ডে ৪ টি বসতঘরের আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে প্রায়-১৫ লাখ টাকার ক্ষতি

মোহাঃ আসলাম আলী,স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় অগ্নিকান্ডে,বসতঘরের ৪টি আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গত শুক্রবার (৯ ফেব্রুয়ারী-২৪) রাত সাড়ে ৭টার দিকে বাঘা পৌরসভার চন্ডিপুর মন্ডলপাড়া গ্রামের শরীফ মন্ডলের বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হন।
শরীফ মন্ডলের ছেলে আদিব হোসেন জানান, অগ্নিকান্ডের সময় কেই বাড়িতে ছিলনা। পাশের একটি বাড়িতে গোলযোগ শুনে সেখানে গিয়েছিলেন। সেখান থেকেই আগুন জ্বলে উঠতে দেখে দৌড়ে বাড়িতে আসি চিৎকার করি। চিৎকার শুনে আসপাশের লোকজনসহ প্রতিবেশিরা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রন করে। এর মধ্যে বাড়ির ৪টি কক্ষের আসবাবপত্র ও ফ্রিজ নগদ ২লাখ টাকা,৪ভরি স্বর্ণালংকার পুড়ে যায়। মালামাল ক্রয় বিক্রয়ের নগদ ওই টাকা বাড়িতে রেখেছিলেন বলে জানান সে। অগ্নিকান্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।
বাঘা উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান,বিদুৎ এর শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বাড়ির আশ পাশে পানির সরবরাহ না পাওয়ায় আগুন নিয়ন্ত্রন করতে প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে। উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম বলেন,বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। সহযোগিতা চাইলে ব্যবস্থা নেওয়া হবে।#

সর্বশেষ সংবাদ

কে আসল কে নকল!
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৯:১৬
তানোরে বিএনপির ইফতারে ফের সংঘর্ষে আহত ১৫
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৯:১৬
বাঘার পদ্মায় ভাসমান নারীর মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৯:১৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675