• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিপিএলের জন্য প্রস্তুত চট্টগ্রাম, শুরু হয়েছে টিকিট বিক্রি

প্রকাশ: রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:৫৩

বিপিএলের জন্য প্রস্তুত চট্টগ্রাম, শুরু হয়েছে টিকিট বিক্রি

অনলাইন ডেস্ক : বিপিএলের জমজমাট আসরের চট্টগ্রাম পর্ব শুরু হতে যাচ্ছে আগামী ১৩ ফেব্রুয়ারী। চট্টগ্রাম পর্বের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে নগরীর সাগরিকা জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। ইতিমধ্যে ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত হয়েছে স্টেডিয়াম। দর্শকদের জন্য পরিস্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে স্টেডিয়াম গ্যালারি। ম্যাচ খেলতে আজ রোববারের মধ্যেই সবগুলো টিম চট্টগ্রাম পৌঁছাবে।

বিপিএল সূচি অনুযায়ী আগামী ১৩ ফেব্রুয়ারী চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচের মধ্যে দিয়ে চট্টগ্রাম পর্বের সূচনা হবে। একই দিন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স।

আরও পড়ুনঃ  ফের কপাল পুড়ল ইসমাইলের, বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে যাচ্ছেন জহির

ইতোমধ্যেই ম্যাচ খেলতে খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স চট্টগ্রাম পৌঁছেছে। আজ বিকেলে চট্টগ্রাম পৌঁছাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, দুর্দান্ত ঢাকা, রংপুর রাইডার্স। আগামীকাল চট্টগ্রাম পৌঁছাবে বরিশাল এবং সিলেট।

দলগুলোর মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হোটেল দি পেনিনসুলা এবং সিলেট টিম উঠেছে নগরীর আগ্রাবাদ হোটেলে। অন্য সব টিম উঠছে পাঁচতারকা রেডিসন ব্লু বে ভিউতে।

আরও পড়ুনঃ  ব্যর্থ মিশন শেষে রাতে দেশে ফিরছেন শান্তরা

এদিকে রোববার থেকে চট্টগ্রামে অনলাইনে এবং অফলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। চট্টগ্রামের দর্শকরা একটি টিকিটের বিনিময়ে একই দিন দুটি ম্যাচ দেখার সুযোগ পাবেন। টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা এবং সর্বোচ্চ মুল্য ২৫০০ টাকা।

আরও পড়ুনঃ  ১২ বছর আগের লজ্জাজনক স্মৃতি ফেরাল ইংল্যান্ড

চট্টগ্রামের জহুর আহাম্মদ চৌধূরী ক্রিকেট স্টেডিয়াম বুথ বিটাক মোড় এবং নগরীর রেডিসন ব্লু হোটেলের সামনে এম এ আজিজ স্টেডিয়ামের বুথ থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা। এছাড়া বিসিবি’র অফিসিয়াল ওয়েব সাইট থেকে অনলাইনে টিকিট কিনতে পারবেন। বিপিএল চলাকালে পরের দিনের ম্যাচের টিকিট ম্যাচের আগের দিন কাউন্টার থেকে কেনা যাবে। এ ছাড়া ম্যাচ ডে-তেও টিকিট কাউন্টার খোলা থাকবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675