• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাটোরে ৫ ইটভাটাকে ২৭ লাখ টাকা জরিমানা

প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৪৬

নাটোরে ৫ ইটভাটাকে ২৭ লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পরিবেশ অধিদপ্তরের নাটোর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

জানা যায়, গুরুদাসপুর পৌর শহরে এলাকায় গড়ে ওঠা ইটভাটা গুলোর বেশিরভাগেরই সরকারি নিবন্ধন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। লাইসেন্সবিহীন এসব অবৈধ ইটভাটা দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে ইট প্রস্তুত করছে। সরকারি অনুমোদন না থাকায় ইটভাটাগুলোতে সোমবার পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার আমজাদ-মফিজ ব্রিকস ইটভাটাকে ৫ লাখ টাকা, মেসার্স ভাই-ভাই এন্টারপ্রাইজকে ৫ লাখ, এম.জেড.বি ব্রিকসকে ৬ লাখ, এম.বি.পি ব্রিকসকে ৫ লাখ এবং এস.এ.আর ব্রিকস ইট ভাটার মালিককে ৬ লাখ জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই গুরুদাসপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় এসব ইটভাটা ইট প্রস্তুত করে আসছিল। সরকারি কর ফাঁকি দেওয়াসহ নানা ধরনের অভিযোগ রয়েছে এসব ইটভাটার বিরুদ্ধে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

পরিবেশ অধিদপ্তরের নাটোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, সরকারি নিয়ম ভঙ্গ ও পরিবেশের ক্ষতি করে এসব ইটভাটা ইট প্রস্তুত করতো। আজকে ৫টি ইটভাটার মালিকদেরকে জরিমানা করা হয়েছে। এসব ইটভাটার মালিকদের ইট প্রস্তুতের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ এসব ইটভাটার কার্যক্রম বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৭
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১:২৮
 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675