• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে ৩ নারীসহ ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:২৫

রাজশাহীতে ৩ নারীসহ ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজনই নারী। তারাও ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। সোমবার দুপুরে ও দিবাগত রাতে আলাদা আলাদা অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ছয়জন হলো- নগরী মেহেরচন্ডী কড়ইতলা এলাকার হাসিবুল হোসেন শান্ত (২৯), মেহেরচন্ডী পূর্বপাড়ার শামিম ইসলাম (২৫) ও কাজলা ফুলতলা এলাকার রাব্বি আহম্মেদ (২০), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের রোহেলা বেগম (২৫), নিপা আক্তার (২২) ও সুমনা আক্তার (১৬)।

আরও পড়ুনঃ  রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে স্কিলস কম্পিটিশন অনুষ্ঠিত

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, গত ১৬ ডিসেম্বর মেহেরচন্ডী ফ্লাইওভারের নিচে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইসরাত জাহান রুপার কাছ থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে হাসিবুল, শামিম ও রাব্বি জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানা পুলিশ সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের গবেষণা মাঠ থেকে তাদের গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  বাংলাদেশকে বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে উপস্থাপন করতে চাই: ধর্ম উপদেষ্টা

অন্যদিকে রোহেলা বেগম, নিপা আক্তার ও সুমনা আক্তার সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। সোমবার দুপুরে হনুফা আলম নামের এক নারী ভ্যানে চড়ে যাচ্ছিলেন। এয়ারপোর্ট থানার ভোলাবাড়ি এলাকায় রোহেলা বেগম, নিপা আক্তার ও সুমনাসহ পাঁচ নারী একই ভ্যানে ওঠেন। এরপর হনুফাকে ভয়ভীতি দেখিয়ে তার গলা থেকে স্বর্ণের চেইন খুলে নেন।

আরও পড়ুনঃ  ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

হনুফা এ সময় চিৎকার শুরু করলে পাশেই থাকা এয়ারপোর্ট থানার একদল পুলিশ গিয়ে ওই তিন নারীকে ধরে ফেলে। এ সময় অন্য দুজন পালিয়ে যায়। গ্রেপ্তার তিনজনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া চেইন উদ্ধার হয়েছে। দুই ঘটনায় গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৭
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১:২৮
 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675